লড়াই ক্রমশ কঠিন হচ্ছে মহমেডানের

মহমেডান এসসি অবশ্য গত সপ্তাহেও মহমেডানে এসসি-তেই ছিল। ব্যর্থতার ধারাবাহিকতা কাটিয়ে জয় বা ড্র কোনওটাই অর্জন করতে পারেনি তারা। গত রবিবার কোচিতে তাদের ৩-০-য় হারিয়ে চলতি লিগের চতুর্থ জয় অর্জন করে নেয় তারা কেরালা ব্লাস্টার্স। এই জয়ের ফলে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ইস্টবেঙ্গল এফসি-কে টপকে ১০ নম্বরে উঠে পড়ে তারা।

বরাবরের মতো এ সপ্তাহেও মহমেডান এসসি তাদের প্রতিপক্ষকে প্রথমার্ধে কোনও গোল করতে দেয়নি এবং নিজেরাও গোলের একাধিক সুযোগ হাতছাড়া করে। কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের পারফরম্যান্স ক্রমশ ফিকে হতে থাকে এবং লিগের নবম হারের দিকে এগিয়ে যায় তারা। সারা ম্যাচে দুটির বেশি গোলের সুযোগই তৈরি করতে পারেনি সাদা-কালো বাহিনী। তরুণ গোলকিপার ভাস্কর রায়ের নিজ গোল তাদের গোলের খাতা খুলতে সাহায্য করে। এর পরে ৮০ মিনিটের মাথায় মার্কিন ফরোয়ার্ড নোয়া সাদাউই হেড করে ব্যবধান বাড়ান ও নির্ধারিত সময়ের শেষ মিনিটে জয় নিশ্চিত করেন ফরাসী ডিফেন্ডার আলেকজান্দার কোয়েফ। এই নিয়ে ১২টির মধ্যে ন’টি ম্যাচেই হারল তারা। টানা তিনটি ম্যাচে কোনও গোল করতে পারেনি।

মহমেডানের রাশিয়ান কোচ আন্দ্রেই চেরনিশভের আশা একটা জয় পেলেই দল ফের দৌড়তে শুরু করবে, লিগের শুরুর দিকের মতো। কিন্তু কবে যে আসবে সেই সময়, তা কোচ নিজেও বলতে পারছেন না। লিগ টেবলে এখন সবার নীচে তারাই। ১২ নম্বরে থাকা হায়দরাবাদের থেকেও দু’পয়েন্ট পিছিয়ে তাদের। বড়দিনের পর, শুক্রবার তারা ঘরের মাঠে খেলবে ফর্মে থাকা ওডিশা এফসি-র বিরুদ্ধে, যারা গত পাঁচটি ম্যাচের একটিতেও হারেনি, বরং তিনটিতে জিতেছে। এমন ফর্মে থাকা দলের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানো বেশ কঠিন মহমেডানের পক্ষে। অবশ্য আইএসএলে তো অঘটন কতই ঘটছে।

(তথ্য: আইএসএল মিডিয়া)

আরও পড়ুন: দীর্ঘ টালবাহানার পর ঘোষিত হল চ্যাম্পিয়ন্স ট্রফির সম্পূর্ণ সূচি, কবে, কবে মাঠে নামবে ভারতীয় দল?