ISL 2024: 'দিয়ামান্তাকস, ক্রেসপো ফিরলেই দল ছন্দে ফিরবে', হারের সাইফা দিয়ে কী বললেন কুয়াদ্রাত?
East Bengal Coach: গত মরশুমের মাঝখানে দলকে সুপার কাপে চ্যাম্পিয়ন করার পরও যিনি ইস্টবেঙ্গল ছেড়ে চলে গিয়েছিলেন, সেই স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরার হ্যাটট্রিকেই হারতে হয় লাল-হলুদ বাহিনীকে।
কলকাতা: টানা তিন ম্যাচে হারের পর স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন ইস্টবেঙ্গলের কোচ কার্লস কুয়াদ্রাত। শুক্রবার চলতি আইএসএলে তাদের প্রথম হোম ম্যাচে এফসি গোয়ার কাছে ২-৩-এ হারে তারা। গত মরশুমের মাঝখানে দলকে সুপার কাপে চ্যাম্পিয়ন করার পরও যিনি ইস্টবেঙ্গল ছেড়ে চলে গিয়েছিলেন, সেই স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরার হ্যাটট্রিকেই হারতে হয় লাল-হলুদ বাহিনীকে।
দল যে ভাল খেলতে পারেনি তা স্বীকার করে নিয়ে এ দিন ম্যাচের পর সাংবাদিকদের ইস্টবেঙেগল কোচ কার্লস কুয়াদ্রাত বলেন, ''আমরা চেষ্টা করেছিলাম, ম্যাচের আগে একটা পরিকল্পনা করেছিলাম। কিন্তু তা কাজে আসেনি। শুরু থেকেই প্রতিপক্ষ আমাদের চাপে ফেলে দিয়েছিল। কুড়ি মিনিটের মধ্যে দুটো গোল খেয়ে গেলে পরিস্থিতি খুব কঠিন হয়ে যায়। আমরা অন্যদের চেয়ে গোলের সুযোগ তৈরিতেও পিছিয়ে আছি। গত ম্যাচ পর্যন্ত সংখ্যাটা ছিল ১৯। অবস্থা এমনই। তিনটে ম্যাচের কোনওটাতেই আমরা ভাল খেলতে পারিনি।''
ফুটবলে এমন সব দলের ক্ষেত্রেই হয় বলে মনে করেন লাল-হলুদ কোচ। বলেন, ''আমরা এমন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন কিছুই আমাদের পক্ষে যাচ্ছে না। ফুটবলে এমন হয়। বিশেষ করে ঘরের মাঠে হারাটা মেনে নেওয়া কঠিন। এখন পর্যন্ত আইএসএলে, আমাদের অন্তত এক পয়েন্ট পাওয়ার জন্যও লড়াই করতে হচ্ছে। কিন্তু সফল হচ্ছি না।''
তবে এখনই হাল ছেড়ে দিতে নারাজ স্প্যানিশ কোচ। বলেন, ''আমাদের অনুশীলনে আরও পরিশ্রম করতে হবে এবং উন্নতি করতে হবে। আমাদের খেলোয়াড়দের ছন্দে ফেরাতে হবে এবং পরিশ্রম চালিয়ে যেতে হবে। এখন একমাত্র সমাধান এটাই। দিয়ামান্তাকস, ক্রেসপো চোট সারিয়ে ফিরে এলে আশা করি আমরা ভাল খেলব।'' তথ্য সংগ্রহ: আইএসএল
ক্লাবের ভবিষ্যতের কথা ভেবে আশা ছাড়তে রাজি নন অতীতে আইএসএলে চ্যাম্পিয়ন জয়ী কোচ। তিনি বলেন, “আমরা ভবিষ্যতের জন্য দল গড়ছি। আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে, যারা দীর্ঘমেয়াদী চুক্তিতে রয়েছে এবং বিষ্ণু, সায়ন, আমনের মতো তরুণরা আমাদের অনেক সাহায্যও করছে। এই দল ভবিষ্যতের জন্য এবং ভবিষ্যতের কথা ভেবেই আমাদের আশাবাদী হতে হবে। আমরা সবাই এই পরিস্থিতিতে হতাশ। বুঝতে পারছি যে, সমর্থকেরা অসন্তুষ্ট। ওরা আবেগপ্রবণ, ওদের এই ক্ষোভ ন্যায্য। কিন্তু আমরা জানি যে সমর্থকেরা খেলোয়াড়দের এবং ক্লাবকে ভালোবাসে এবং সব সময় ক্লাবকে সমর্থন করবে”। এ দিন ম্যাচের পর অবশ্য গ্যালারিতে উপস্থিতি সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েন।