আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
Mohun Bagan vs Mumbai City: আইএসএলে প্রথম দিনই নামছে মোহনবাগান, শুক্রবার সামনে গত মরশুমে স্বপ্নভঙ্গ ঘটানো দল
ISL News: গত মরশুমে ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-কে হারিয়ে আইএসএলের লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। যদিও তার কয়েকদিন বাদেই স্বপ্নভঙ্গ হয়েছিল সবুজ মেরুন শিবিরের।
কলকাতা: গত মরশুমে ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-কে হারিয়ে আইএসএলের লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। যদিও তার কয়েকদিন বাদেই স্বপ্নভঙ্গ হয়েছিল সবুজ মেরুন শিবিরের। মোহনবাগানকে তাদের ঘরের মাঠে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই সিটি এফ সি। সঙ্গে নেয় মধুর প্রতিশোধ।
শুক্রবার এই মরশুমের আইএসএলের প্রথম ম্যাচে মুখোমুখি সেই মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি (Mohun Bagan SG vs Mumbai City FC)। সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে শুক্রবার প্রথম ম্যাচে মোহনবাগান খেলবে মুম্বইয়ের বিরুদ্ধেই।
ম্যাচের আগের দিন, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মোহনবাগানের কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনা (José Francisco Molina) বলেছেন, 'এটা নতুন মরশুম। নতুন ভাবে সব কিছু শুরু হতে চলেছে। দলে নতুন ফুটবলারেরাও এসেছে। আমি নিজেও ছিলাম না গতবার। তাই এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। গত মরশুমে কী হয়েছে তা মাথাতেই রাখছি না।'
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ গত কয়েক বছর ধরেই অন্য মাত্রা পেয়ে আসছে। দু'দলেই তারকা ফুটবলারে ঠাসা। তবে ঘরের মাঠে খেললেও মোহনবাগানকে এগিয়ে রাখতে রাজি হননি মোলিনা। বলেছেন, 'মানসিক ভাবে আমরা তৈরি। দুটো দলের ফুটবলের মান একইরকম। মানসিক ভাবে আমরা ওদের থেকে এগিয়ে থাকতে চাই। আশা করি মাঠে নেমে আমার ছেলেরা নিজেদের সেরাটাই নিংড়ে দেবে।'
Aakhir bina dekhe pata kaise chalega, #AglaHeroKaun? 😏
— Indian Super League (@IndSuperLeague) September 9, 2024
Watch #ISL 2024-25, September 13 onwards, LIVE only on @JioCinema, #Sports18-3, and #AsianetPlus! 📺#LetsFootball #ISLIsBack | @Sports18 @chetrisunil11 @bhaichung15 pic.twitter.com/2NBgHzRj8Q
মুম্বই সিটি এফ সি দলেও এবার অনেক নতুন মুখ। যাদের সঙ্গে নতুন করে বোঝাপড়া গড়ে তুলতে হচ্ছে বলে জানিয়েছেন দলের কোচ পিটার ক্রাতকি। গত মরশুমের অধিনায়ক রাহুল ভেকে, মিডফিল্ডার আপুইয়া, আলবার্তো নগুয়েরা, স্ট্রাইকার জর্জ পেরেইরা দিয়াজদের মতো তারকারা এবার মুম্বই শিবিরে নেই। তাঁদের জায়গায় ব্র্যান্ডন ফার্নান্দেজ, জেরেমি মানজোরো, জন টোরাল, টিপি রেহনেশ, নিকোলাস কারেলিস, হিতেশ শর্মা, সাহিল পানওয়াররা যোগ দিয়েছেন দলে। মোহনবাগানের বিরুদ্ধে সর্বশক্তি দিয়েই ঝাঁপাতে চায় মুম্বই সিটি এফ সি শিবির।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা করে দিল বাংলাদেশ, কারা পেলেন সুযোগ?
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement