এক্সপ্লোর

Mohun Bagan Super Giant: ডুরান্ড ফাইনাল হারের বদলার ম্যাচ! নর্থইস্টের বিরুদ্ধে মাঠে নামার আগে কী বলছেন মোহনবাগান কোচ?

ISL 2024-25: প্রথম ম্যাচে গত বারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটির বিরুদ্ধে দুই গোলে এগিয়ে থেকেও ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে।

কলকাতা: অনেককে বলতে শোনা যাচ্ছে সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে (MBSG vs NEU) ডুরান্ড কাপ ফাইনালে হারের বদলা নিতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। কিন্তু তাদের কোচ সেই তত্ত্বে বিশ্বাসী নন। সবুজ মেরুনের হেডস্যর হোসে মোলিনার (Jose Molina) মতে, তিনি ম্যাচে তিন পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামবেন। তবে সেটা বদলা নেওয়ার জন্য নয়, সাফল্যের রাস্তায় ফেরার জন্যই।

চলতি আইএসএলের (ISL 2024-25) প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে প্রায় জেতা ম্যাচ হাতছাড়া হওয়ার পর এ বার দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের সামনে নর্থইস্ট। যাকে অনেকে ডুরান্ড কাপ ফাইনালের পুনরাবৃত্তি বলছেন। কিন্তু সবুজ-মেরুন বাহিনীর কোচের মতে, দুই ম্যাচের মধ্যে অনেক ফারাক আছে।

রবিবার তিনি সাংবাদিকদের বলেন, “ডুরান্ড কাপ ফাইনালের সঙ্গে এই ম্যাচের কোনও মিল নেই। ওটা ছিল একটা টুর্নামেন্টের ফাইনাল। এটা আইএসএলের লিগ ম্যাচ। দুই দলের অনেক খেলোয়াড়ই হয়তো এই ম্যাচেও খেলবে। কিন্তু এই ম্যাচে দুই দলের কৌশল এবং মানসিকতা আলাদা হতে চলেছে। আমরা এই ম্যাচের জন্য তৈরি আছি। কঠিন ম্যাচ। আক্রমণ নির্ভর ম্যাচ হতে চলেছে। সব ম্যাচই তো আক্রমণ নির্ভর হচ্ছে এই আইএসএলে। এমনকী শেষ মুহূর্তের গোলেও ফয়সালা হচ্ছে। আশা করি, কাল আমরা আইএসএলের প্রথম জয় পাব। তবে বদলার মনোভাব নিয়ে আমরা নামব না। জেতার মনোভাব নিয়ে নামবে আমাদের ছেলেরা”।

সম্প্রতি একাধিক ম্যাচে শেষ দিকে গোল খেতে হচ্ছে তাদের। প্রথমার্ধে ভাল খেলার পর দ্বিতীয়ার্ধে, বিশেষ করে শেষের দিকে পারফরম্যান্সে অবনতি হচ্ছে। এই প্রসঙ্গে বাগান কোচ বলেন, “কাল যে ম্যাচটা আছে, তাতে আমরা যথাসাধ্য ভাল খেলার চেষ্টা করব। আগে কী হয়েছে, তা নিয়ে এখন ভাবছি না। প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধ নিয়ে আলাদা করেও ভাবছি না। আমাদের পুরো ৯০ মিনিট যথাসম্ভব ভাল খেলতে হবে। গোল করতে হবে। গোল খেলে চলবে না। এটাই লক্ষ্য”।

দল যে প্রতিদিন ক্রমশ উন্নতি করছে, তা জানিয়ে স্প্যানিশ কোচ বলেন, “আমাদের দল ক্রমশ উন্নতি করছে। আমি নতুন কোচ। খেলোয়াড়দের মধ্যেও অনেকে নতুন, তাই নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করতে সময় লাগছে। তবে আগের চেয়ে পরিস্থিতি অনেক ভাল হয়েছে। দলে অনেক উন্নতি হয়েছে। আমি যে রকম চাইছি, ছেলেরা সে ভাবে খেলার চেষ্টা করছে। আশা করি, কালকের ম্যাচে আমরা আরও ভাল খেলব। ভবিষ্যতে আরও ভাল খেলব”।

যথাসম্ভব বেশি গোল করা ও যথাসম্ভব বেশি ম্যাচে ক্লিন শিট বজায় রাখা, দুটোই যে তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ, তা স্পষ্ট জানিয়ে মোলিনা বলেন, “আমাদের যথাসম্ভব বেশি গোল করতে হবে এবং যত কম সম্ভব গোল খেতে হবে। আক্রমণের সুযোগ এলেই আক্রমণে উঠতে হবে। গোল খাওয়া বা দেওয়া নিয়ে আলাদা করে ভাবি না। দুটোই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দলের জয়”।

দলের বিদেশী ফুটবলারদের সবাই সুস্থ নেই। বিশেষ করে অস্ট্রেলিয়ান অ্যাটাকার জেমি ম্যাকলারেন। চোট পেয়েছেন আলবার্তো রড্রিগেজও। তাঁদের নিয়ে বাগান কোচ বলেন, “জেমি গতকাল পর্যন্ত পুরো অনুশীলন করেছে। ওর অনুশীলন নিয়ে আমি খুশি। সত্যি বলতে দলের সবার অনুশীলন নিয়েই আমি খুশি। জেমিকে এগারোয় রাখব কি না, তা এখনই বলতে পারব না। সেটা কাল ম্যাচের আগে ঠিক করব। তবে আলবার্তো মনে হয় খেলতে পারবে না। ও গত কয়েকদিনে অনুশীলন করতে পারেনি। এখনও পুরোপুরি ফিট নয় ও”।

মরশুমের শুরুর দিক বলে যে দলের ডিফেন্সের খেলোয়াড়দের মধ্যে একশো শতাংশ বোঝাপড়া গড়ে ওঠেনি, তা মেনে নিয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার অভিষেক সূর্যবংশী। তিনি বলেন, এখন মরশুম শুরু হচ্ছে। তাই অনেক ফুটবলারই সেরা জায়গায় আসতে সময় নিচ্ছে। কয়েকটা ম্যাচ গেলে আশা করি, সবাই সেরা জায়গায় চলে আসবে। আমি চেষ্টা করছি, নিজেকে স্বাভাবিক জায়গায় নিয়ে যাওয়ার। রক্ষণে একাধিক নতুন খেলোয়াড় আছে। তাই নিজেদের মধ্যে রসায়ন এখনও পুরোপুরি তৈরি হয়নি। চেষ্টা করছি দ্রুত বোঝাপড়া তৈরি করতে”।

ডুরান্ড কাপ ফাইনালের বদলা প্রসঙ্গে তরুণ মিডফিল্ডার বলেন, “বদলার কথা ভেবে নামব না ঠিকই। তবে আমরা আগের ম্যাচে শেষ দিকে গোল খেয়েছিলাম। এই ম্যাচে আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার ওপর জোর দিতে হবে। সমর্থেকরা প্রতি ম্যাচেই আমাদের কাছে জয় চায়। এটাই স্বাভাবিক। আমরাও প্রত্যেকে সেরাটাই দেওয়ার চেষ্টা করি। খুব যে চাপে থাকি, তা বলব না। তবে নিজেদের সেরা জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকে মরিয়া”।

(তথ্য: আইএসএল মিডিয়া)

আরও পড়ুন: ইনজুরি টাইমের গোলে তিন পয়েন্ট হাতছাড়া, এফসি গোয়ার বিরুদ্ধে ড্র করল মহামেডান স্পোর্টিং 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Upper Primary Panel: ২০১৬-র আপার প্রাইমারির প্যানেল প্রকাশ কবে? দিনক্ষণ জানাল SSC
২০১৬-র আপার প্রাইমারির প্যানেল প্রকাশ কবে? দিনক্ষণ জানাল SSC
Ritwick and Dev: 'রাজনীতিকরণ ঘটেছে, তাই এত জোর', টলিউডকাণ্ডে ফেডারেশনকে তোপ ঋত্বিক-দেবের
'রাজনীতিকরণ ঘটেছে, তাই এত জোর', টলিউডকাণ্ডে ফেডারেশনকে তোপ ঋত্বিক-দেবের
Nitin Gadkari : 'চতুর্থ বার সরকার ফিরবে কি না গ্যারান্টি নেই, কিন্তু...', কেন এই মন্তব্য BJP-র নীতিন গডকড়ীর গলায় ?
'চতুর্থ বার সরকার ফিরবে কি না গ্যারান্টি নেই, কিন্তু...', কেন এই মন্তব্য BJP-র নীতিন গডকড়ীর গলায় ?
Bankura News: বাইরে RG Kar প্রতিবাদে সামিল! সেই কারণেই ক্লাসের বাইরে ২ ছাত্রী? কাঠগড়ায় শিক্ষক?
বাইরে RG Kar প্রতিবাদে সামিল! সেই কারণেই ক্লাসের বাইরে ২ ছাত্রী? কাঠগড়ায় শিক্ষক?
Advertisement
ABP Premium

ভিডিও

WB News: এক পুজোর আগে গ্রেফতার, আরেক পুজোর আগে মুক্ত কেষ্টKolkata News: 'রাস্তা বাড়েনি, যান বেড়েছে, এভাবে ট্রাম চালানো অসম্ভব', মন্তব্য পরিবহণমন্ত্রীরSSC News: ২৫ সেপ্টেম্বর আপার প্রাইমারির প্যানেল প্রকাশ, বিজ্ঞপ্তি প্রকাশ স্কুল সার্ভিস কমিশনেরBJP News: এবার থানার ওসি-কে বিবস্ত্র করে ঝাঁটাপেটা করার হুমকি বিজেপি নেতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Upper Primary Panel: ২০১৬-র আপার প্রাইমারির প্যানেল প্রকাশ কবে? দিনক্ষণ জানাল SSC
২০১৬-র আপার প্রাইমারির প্যানেল প্রকাশ কবে? দিনক্ষণ জানাল SSC
Ritwick and Dev: 'রাজনীতিকরণ ঘটেছে, তাই এত জোর', টলিউডকাণ্ডে ফেডারেশনকে তোপ ঋত্বিক-দেবের
'রাজনীতিকরণ ঘটেছে, তাই এত জোর', টলিউডকাণ্ডে ফেডারেশনকে তোপ ঋত্বিক-দেবের
Nitin Gadkari : 'চতুর্থ বার সরকার ফিরবে কি না গ্যারান্টি নেই, কিন্তু...', কেন এই মন্তব্য BJP-র নীতিন গডকড়ীর গলায় ?
'চতুর্থ বার সরকার ফিরবে কি না গ্যারান্টি নেই, কিন্তু...', কেন এই মন্তব্য BJP-র নীতিন গডকড়ীর গলায় ?
Bankura News: বাইরে RG Kar প্রতিবাদে সামিল! সেই কারণেই ক্লাসের বাইরে ২ ছাত্রী? কাঠগড়ায় শিক্ষক?
বাইরে RG Kar প্রতিবাদে সামিল! সেই কারণেই ক্লাসের বাইরে ২ ছাত্রী? কাঠগড়ায় শিক্ষক?
Tollywood News: টালিগঞ্জের স্টুডিও পাড়ায় 'থ্রেট কালচার'! আত্মহত্যার চেষ্টা টলিউডের হেয়ার স্টাইলিস্টের, 'লড়াই' করার বার্তা সুদীপ্তার
টালিগঞ্জের স্টুডিও পাড়ায় 'থ্রেট কালচার'! আত্মহত্যার চেষ্টা টলিউডের হেয়ার স্টাইলিস্টের, 'লড়াই' করার বার্তা সুদীপ্তার
Pressurized Rover on Moon: পৃথিবী ছাড়িয়ে চারচাকার দৌড় এবার চাঁদের মাটিতে, NASA-র থেকে বরাত পেল জাপান
পৃথিবী ছাড়িয়ে চারচাকার দৌড় এবার চাঁদের মাটিতে, NASA-র থেকে বরাত পেল জাপান
Dev on Ghatal: 'ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে ২০২৬-এ প্রচারে যাব না', বড় ঘোষণা দেবের
'ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে ২০২৬-এ প্রচারে যাব না', বড় ঘোষণা দেবের
RG Kar News Live: ফের কর্তব্যরত নার্সকে শাসানি, এবার টালিগঞ্জের স্টুডিও পাড়ায় 'থ্রেট কালচার'!
ফের কর্তব্যরত নার্সকে শাসানি, এবার টালিগঞ্জের স্টুডিও পাড়ায় 'থ্রেট কালচার'!
Embed widget