এক্সপ্লোর

Jamie Maclaren: বিশ্বকাপে মেসির আর্জেন্তিনার বিরুদ্ধে খেলেছেন, কোন টানে ভারতে খেলতে এলেন অস্ট্রেলীয় তারকা?

Mohun Bagan SG: ফুটবল বিশ্বকাপে তিনি লিওনেল মেসি (Lionel Messi), হুলিয়ান আলভারেজদের বিরুদ্ধে খেলেছেন। অস্ট্রেলিয়ার এক নম্বর লিগে প্রায় দেড়শো গোল করেছেন।

কলকাতা: ফুটবল বিশ্বকাপে তিনি লিওনেল মেসি (Lionel Messi), হুলিয়ান আলভারেজদের বিরুদ্ধে খেলেছেন। অস্ট্রেলিয়ার এক নম্বর লিগে প্রায় দেড়শো গোল করেছেন। কলকাতায় এসে যে সেই সব ম্যাচের পরিবেশই ফিরে আসবে তাঁর জীবনে, তা কি কখনও ভাবতে পেরেছিলেন জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)?

মোহনবাগানের নতুন অস্ট্রেলীয় তারকা ফরওয়ার্ড, যাঁকে বহু সবুজ-মেরুন সমর্থক এখন থেকেই 'গোলমেশিন' বলে ডাকতে শুরু করে দিয়েছেন, তিনি অবশ্য বলছেন, ভারতে আসার আগে থেকেই এ শহরের ফুটবল উন্মাদনা সম্পর্কে খোঁজ খবর পেয়েই গিয়েছিলেন। কিন্তু এখানে এসে মাঠে নামার পর তাঁর অনুভূতি যে আরও রোমাঞ্চকর, তা জানাতে ভোলেননি। পরপর দু’টি ডার্বিতে গোল করে আপাতত মোহনবাগান-জনতার নয়নের মণি ম্যাকলারেন।

অস্ট্রেলিয়ার ফুটবলার বলেছেন, "কলকাতা ডার্বি ভারতের সেরা ফুটবল ম্যাচ। এশিয়ার অন্যতম সেরা। এই ক্লাবে সই করার আগেই অবশ্য এই ধারণা হয়েছিল আমার। তাই ডার্বিতে নেমে অসাধারাণ একটা অনুভূতি হয়। গোল দিয়ে শুরু করতে পেরে বেশ ভাল লেগেছে। এখনও আরও ডার্বি খেলার অপেক্ষায় আছি। ৬০ হাজার মানুষের সামনে খেলার সুযোগ তো আর সব ম্যাচে পাওয়া যায় না।"

কেন ভারতে এসে মোহনবাগান সুপার জায়ান্টকে বেছে নেন, তা জানতে চাওয়ায় ‘এ’ লিগের সর্বকালের সেরা গোলদাতা এবং পাঁচবারের গোল্ডেন বুটজয়ী জেমি ম্যাকলারেন বলেন, "এই ক্লাবের ইতিহাসই এই ক্লাব সম্পর্কে অনেক কিছু বলে দেয়। এই ক্লাবে খেলে গিয়েছে, এমন কয়েকজন ফুটবলারের কথা আমি জানি, যারা যথেষ্ট সফল হয়েছে। আমিও অস্ট্রেলিয়াতে অনেক সাফল্য অর্জন করেছি, ট্রফি জিতেছি। আমি বরাবরই এমন দলের হয়ে খেলতে চাই, যারা সব সময়ই সাফল্যের খোঁজে থাকে। সেই জন্যই মোহনবাগান এসজি-তে যোগ দিয়েছি।"

ক্লাব ও এই শহরের প্রশংসা করে ম্যাকলারেন আরও বলেন, "মোহনবাগান বিশাল ক্লাব, বড় প্রতিষ্ঠান। এই শহরের নিঃশ্বাসে ফুটবল। এখানকার মানুষ ফুটবল নিয়ে বেঁচে থাকে। ঘরের মাঠে খেলতে নামার মতো সুখের অনুভূতি আর কিছু নেই। সে ডার্বিই হোক বা অন্য কোনও ম্যাচ, আমাদের মাথায় সব সময় ভাল মানের ফুটবল খেলা ও জেতার কথাই ঘোরে। আমাদের প্রতি সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি। সে জন্যই প্রতি ম্যাচে গড়ে অন্তত ৩০ হাজার করে সমর্থক গ্যালারিতে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এটাই আমি চাই।"

এ লিগে ২১৯ ম্যাচে ১৪৯টি গোল আছে ম্যাকলারেনের। গত মরশুমে মেলবোর্ন সিটি-র হয়ে ১১টি গোল করেন ৩০ বছর বয়সী এই ফরওয়ার্ড। এ লিগে এই ক্লাবের হয়ে টানা পাঁচ বছর খেলে ১৬২টি ম্যাচে ১১৩টি গোল করেছেন তিনি। এ ছাড়াও অস্ট্রেলিয়া কাপ ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মেলবোর্নের ক্লাবের হয়ে আরও ন’টি গোল করেন তিনি। এ ছাড়াও অস্ট্রেলিয়ার পারথ গ্লোরি, ব্রিসবেন রোর, স্কটল্যান্ডের হিবারনিয়ান এফসি, জার্মানির এসভি ডার্মস্টাড ৯৮-এর হয়েও খেলেছেন ম্যাকলারেন।

অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ৩১টি ম্যাচে ১১টি গোল রয়েছে তাঁর। গত বছর বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের বিরুদ্ধে তাদের সাত গোলের জয়ে হ্যাটট্রিক করেন ম্যাকলারেন। ২০২২ বিশ্বকাপে তিনি অস্ট্রেলিয়া দলে ছিলেন, খেলেন আর্জেন্তিনার বিরুদ্ধেও।

তাঁর মতো অভিজ্ঞতা ভারতে খেলা খুব কম বিদেশিরই আছে। তবে এমন একজন ফুটবলার মরশুমের শুরুতেই চোট পেয়ে যাওয়ায় মোহনবাগান সমর্থকেরা বেশ হতাশ হয়ে পড়েন। ম্যাকলারেন যা নিয়ে বলেছেন, "গুরুতর চোটের জন্য প্রাক মরশুম প্রস্তুতিতে অংশ নিতে পারিনি আমি। চোটটা খুবই বেদনাদায়ক ছিল আমার কাছে। আমি তো ভেবেছিলাম প্রথম দশটা ম্যাচে খেলতেই পারব না।" তবে তিনি পুরোপুরি ম্যাচফিট হয়ে ওঠার আগেই মাঠে ফেরেন এবং গোলও করেন। ফলে সমর্থকদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন।

এখানকার সমর্থকদের দেখেও তিনি অভিভূত। তাদের সম্পর্কে অস্ট্রেলীয় তারকা বলেন, "এখানে এসেই দেখেছি ফুটবলপ্রেমীরা রাস্তাঘাটে সবাই ডার্বি নিয়ে আলোচনা করছে। আমি ক্রমশ পুরোপুরি ফিটনেসের দিকে এগোচ্ছিলাম যখন, তখনই মহমেডানের বিরুদ্ধে হেডে গোল করি। এর ফলে আমার সমস্যাও হয়েছিল। তবে মোহনবাগান সমর্থকেরা অবিশ্বাস্য। আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে যখন খেলেছিলাম, তখন যে রকম পরিবেশ পেয়েছিলাম, তার পর থেকে এমন পরিবেশ এখানে ছাড়া আর কোথাও পাইনি। প্রথম মিনিট থেকে ৯০ মিনিট পর্যন্ত সবাই প্রিয় দলের জন্য সারাক্ষণ চিৎকার করে যাচ্ছে!”

আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের পরের ম্যাচ ২৩ নভেম্বর, জামশেদপুর এফসি-র বিরুদ্ধে। (সৌ: আইএসএল মিডিয়া)

আরও পড়ুন: মোহনবাগান ক্লাবে ঢুকে 'অবৈধ' স্টল ভেঙে দিল সেনাবাহিনি, কী বলছেন কর্তারা?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: ফের সাইবার-প্রতারণার শিকার কলকাতার এক প্রবীণা
ফের সাইবার-প্রতারণার শিকার কলকাতার এক প্রবীণা
Bangladesh News: অবশেষে মানল বাংলাদেশ সরকার ! 'সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে..'
অবশেষে মানল বাংলাদেশ সরকার ! 'সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে..'
Weather Update: কাল থেকে পারদ পতন বঙ্গে, জাঁকিয়ে শীতের পূর্বাভাস এই জেলাগুলিতে
কাল থেকে পারদ পতন বঙ্গে, জাঁকিয়ে শীতের পূর্বাভাস এই জেলাগুলিতে
Petrol Diesel Price: পাহাড়ে উর্ধ্বমুখী পেট্রোলের দর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জ্বালানি ভরাতে কত ?
পাহাড়ে উর্ধ্বমুখী পেট্রোলের দর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জ্বালানি ভরাতে কত ?
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh: BNP-র আগরতলা অভিযান শুরুর আগে, দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের বক্তব্যে ফের উঠল যুদ্ধজিগিরGhanta Khanek Sange Suman (১০.১২.২০২৪) পর্ব ২: প্রকাশ্যে এল বাংলাদেশে ইসকন-সদস্যের ওপর হামলার নতুন ছবি | ABP Ananda LIVECV Ananda Bose: ছয়ের পর আরও চার স্থায়ী উপাচার্যে রাজ্যপালের সম্মতিGhanta Khanek Sange Suman (১০.১২.২০২৪) পর্ব ১: 'পাকিস্তানে তৈরি পরমাণু বোমা দেওয়া হবে বাংলাদেশকে', ভারতকে হুমকি পাক কট্টরপন্থী নেতার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ফের সাইবার-প্রতারণার শিকার কলকাতার এক প্রবীণা
ফের সাইবার-প্রতারণার শিকার কলকাতার এক প্রবীণা
Bangladesh News: অবশেষে মানল বাংলাদেশ সরকার ! 'সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে..'
অবশেষে মানল বাংলাদেশ সরকার ! 'সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে..'
Weather Update: কাল থেকে পারদ পতন বঙ্গে, জাঁকিয়ে শীতের পূর্বাভাস এই জেলাগুলিতে
কাল থেকে পারদ পতন বঙ্গে, জাঁকিয়ে শীতের পূর্বাভাস এই জেলাগুলিতে
Petrol Diesel Price: পাহাড়ে উর্ধ্বমুখী পেট্রোলের দর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জ্বালানি ভরাতে কত ?
পাহাড়ে উর্ধ্বমুখী পেট্রোলের দর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জ্বালানি ভরাতে কত ?
Coochbehar News: অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ শুরু, যোগাযোগ ব্যবস্থায় প্রভাব, ভোগান্তি যাত্রীদের
অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ শুরু, যোগাযোগ ব্যবস্থায় প্রভাব, ভোগান্তি যাত্রীদের
West Midnapur News: কেশিয়াড়িতে সিপিএমের পতাকা পোড়ানোর অভিযোগ ! 'দুটি বুথেই এসেছিল জয়..'
West Midnapur News: কেশিয়াড়িতে সিপিএমের পতাকা পোড়ানোর অভিযোগ ! 'দুটি বুথেই এসেছিল জয়..'
Kolkata News: ক্রাইম ব্রাঞ্চের নামে লুঠ ! প্রতারণার শিকার কলকাতার প্রবীণা
ক্রাইম ব্রাঞ্চের নামে লুঠ ! প্রতারণার শিকার কলকাতার প্রবীণা
Babri Masjid Vs Ram Mandir: বাবরি মসজিদের পাল্টা রাম মন্দির হবে মুর্শিদাবাদেই! হুমায়ুনের পাল্টা ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনার
বাবরি মসজিদের পাল্টা রাম মন্দির হবে মুর্শিদাবাদেই! হুমায়ুনের পাল্টা ঘোষণা বঙ্গীয় হিন্দু সেনার
Embed widget