Mohun Bagan SG: জোড়া গোল রদ্রিগেজের, পিছিয়ে পড়েও পাঞ্জাবকে ৩-১ হারাল মোহনবাগান
Indian Super League: দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মোহনবাগান। বিরতির পর ৩ গোল করে তারা। তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল মোহনবাগান। জয় দিয়ে বছর শেষ হল মোহনবাগানের।
কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে ফের সবুজ-মেরুন ঝড়। পাঞ্জাব এফসি-কে ৩-১ গোলে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট (MBSG)। পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল হোসে মোলিনার প্রশিক্ষণাধীন দল।
আইএসএলে (ISL) কার্যত অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছিল মোহনবাগানের জয়রথ। টানা পাঁচ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল সবুজ মেরুন শিবির। টানা আট ম্যাচে অপরাজিত ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। যদিও তাল কাটে আগের ম্যাচে। এফসি গোয়ার কাছে পরাজিত হয় মোহনবাগান। টানা পাঁচ জয়ের পর গোয়ার কাছে হারে জোরাল ধাক্কা খায় পালতোলা নৌকা।
বৃহস্পতিবার দিল্লিতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই নেমেছিল সবুজ মেরুন ব্রিগেড। যদিও কিক অফের পরই ধাক্কা খায় মোহনবাগান। সবুজ মেরুন রক্ষণের ভুল বোঝাবুঝিতে গোল করে এগিয়ে যায় পাঞ্জাব এফসি। ম্যাচের বয়স তখন মাত্র ১২ মিনিট। ইন্ডিয়ান সুপার লিগে ২০ বছরের রিকির প্রথম গোল।
আরও পড়ুন: খেলেছেন ইউসুফ পাঠান-হুডাদের বিরুদ্ধে, হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ঊনচল্লিশেই মৃত্যু!
যদিও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মোহনবাগান। বিরতির পর ৩ গোল করে তারা। তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল মোহনবাগান। জয় দিয়ে বছর শেষ হল মোহনবাগানের।
বিরতির পর পরই পাঞ্জাব এফসি বক্সের কাছাকাছি ফ্রি কিক পায় মোহনবাগান। পাঞ্জাব এফসি-র গোলকিপার বল ফিস্ট করে দিয়েছিলেন। কর্নার পায় মোহনবাগান। কর্নার কিক নেন জেসন কামিংস। তাঁর মাপা ক্রসে হেড করে গোল শোধ করেন আলবার্তো রদ্রিগেজ। ৪৮ মিনিটে স্কোর লাইন দাঁড়ায় ১-১।
এরপরই জোর ধাক্কা খায় পাঞ্জাব। এক মিনিটের ব্যবধানে পরপর দুটি হলুদ কার্ড দেখেন পাঞ্জাবের স্ট্রাইকার এজাকুয়েল ভিদাল। ৫১ মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় ভিদালকে। কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে পাঞ্জাব।
এরপরই রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পায় মোহনবাগান। অনিরুদ্ধ থাপাকে ফাউলের জন্য পেনাল্টি দেওয়া হয়েছিল। যদিও রিপ্লে-তে দেখা যায়, অনিরুদ্ধ ডাইভ দিয়েছেন। জেমি ম্যাকলারেন পেনাল্টি থেকে ২-১ করেন। ম্যাচের বয়স তখন ৬৫ মিনিট। এরপর ম্যাচের ৬৯ মিনিটে কর্নার পায় সবুজ মেরুন। ফের হেডে গোল আলবার্তো রদ্রিগেজের। সব মিলিয়ে ৩-১ ব্যবধানে ম্যাচ জেতে মোহনবাগান।
আরও পড়ুন: 'এদের সঙ্গে হেসে কথা বলিস না', কোহলির বার্তা ভাইরাল, যশস্বীকে ধমক রোহিতের
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।