Sunil Chhetri Retirement: কলকাতায় শেষ ম্যাচ খেলতে নামছেন কিংবদন্তি সুনীল, কখন-কোথায় দেখবেন?
India vs Kuwait: কোনও কারণে যদি মাঠে যাওয়ার ছাড়পত্র না পান? বা, ব্যক্তিগত কিংবা অফিসের কাজে যদি মাঠে গিয়ে খেলা দেখার পরিকল্পনা বাতিল করতে হয়?
কলকাতা: সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবলের শেষ ম্যাচ খেলতে নামবেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। প্রতিপক্ষ কুয়েত (India vs Kuwait)। সেই ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। সকলেই চান মাঠে গিয়ে কিংবদন্তির শেষ আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী থাকতে।
তবে টিকিটের হাহাকার। অনলাইনে টিকিট কার্যত নিঃশেষ। কোনও কারণে যদি মাঠে যাওয়ার ছাড়পত্র না পান? বা, ব্যক্তিগত কিংবা অফিসের কাজে যদি মাঠে গিয়ে খেলা দেখার পরিকল্পনা বাতিল করতে হয়?
মন খারাপ করার কিছু নেই। কারণ, মাঠে যেতে না পারলেও বাড়িতে বা অফিসে বসেও দেখতে পাবেন সুনীল ছেত্রীর শেষ ম্যাচ।
কাদের ম্যাচ
বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে মুখোমুখি ভারত ও কুয়েত
কবে-কোথায় ম্যাচ
৬ জুন, শনিবার, কলকাতার সল্ট লেকে যুবভারতী স্টেডিয়ামে
কখন শুরু খেলা
ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়
কোথায় দেখবেন
টিভিতে ম্যাচটি সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে
অনলাইন স্ট্রিমিং
টিভির সামনে বসার সুযোগ না থাকলে জিও সিনেমা মোবাইল অ্যাপেও দেখা যাবে ম্যাচের সরাসরি স্ট্রিমিং
সামনেই ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচ কুয়েত ও কাতারের বিরুদ্ধে। ৬ জুন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েতের বিরুদ্ধে ম্যাচে জিততে পারলে ভারতের সামনে বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের দরজা খুলে যেতে পারে, যা এর আগে এ দেশের ফুটবলে কখনও হয়নি। যুবভারতীতে এই ম্যাচ আবার হতে চলেছে কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীর (Sunil Chhetri Retirement) শেষ আন্তর্জাতিক ম্যাচ।
𝗕𝗿𝗼𝗮𝗱𝗰𝗮𝘀𝘁 𝗨𝗽𝗱𝗮𝘁𝗲 ‼️#ThankYouSC11 #FIFAWorldCup 🏆 #BlueTigers 🐯 #IndianFootball ⚽️ pic.twitter.com/5JzTqJw0uK
— Indian Football Team (@IndianFootball) May 28, 2024
বর্তমানে চার ম্যাচে চার পয়েন্ট পেয়ে দু’নম্বরে রয়েছে ভারত। তিন পয়েন্ট পেয়ে কুয়েত চারে, আফগানিস্তানের পরে। ফলে ভারতের যুবভারতীতে জিততে পারলে তাদের তৃতীয় রাউন্ডে উঠে ইতিহাস গড়ার সম্ভাবনা রয়েছে। ২৯ মে পর্যন্ত ভুবনেশ্বরে অনুশীলনের পর ভারতীয় দল নিয়ে কলকাতায় পৌঁছে যাবেন ইগর স্তিমাচ।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের আগে মার্কিন মুলুকে প্রস্তুতি শুরু বুমরা-সূর্যদের, কী বার্তা দিলেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।