Venezuela vs Argentina: মাঠ নিয়ে ক্ষুব্ধ মেসিরা, ভেনিজুয়েলার বিরুদ্ধে ড্র করই সন্তুষ্ট থাকতে হল আর্জেন্তিনাকে
FIFA WC Qualifiers: প্রবল বৃষ্টির জেরে আর্জেন্তিনা-ভেনেজুয়েলার ম্য়াচ নির্ধারিত সময়ে শুরু করা যায়নিয
নয়াদিল্লি: ভেজা স্যাঁত স্যাঁতে পিচ। আর সেই পিচেই খেলা হল ম্যাচ। লিওনেল মেসি দলে থাকলেও, জয় এনে দিতে পারলেন না আর্জেন্তিনাকে। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে (FIFA WC Qualifiers) ভেনিজুয়েলার বিরুদ্ধে (Venezuela vs Argentina) ১-১ স্কোরলাইনে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় লা আলবিসেলেস্তেকে। ম্যাচ শেষে লিওনেল মেসি (Lionel Messi) পর্যন্ত গজ গজ করতে করতে মাঠ ছাড়েন।
মাঠের পরিস্থিতি নিয়ে বিরক্ত রদ্রিগো ডি পল তো ম্যাচশেষে স্পষ্ট জানিয়েই দেন, 'ভয়াবহ ম্যাচ। এখানে তো ফুটবল খেলাটাই অসম্ভব ছিল। প্রতিটা দ্বিতীয় বলের জন্য আমাদের লড়াই করতে হচ্ছে। সেক্ষেত্রে এ ধরনের পরিস্থিতিটা একেবারেই উপযুক্ত নয়। তবে আমাদের এমন পরিস্থিতিরই সম্মুখীন হতে হয়েছে।' আর্জেন্তাইন অধিনায়ক মেসি এই ম্যাচটিকে কুৎসিত ম্যাচ বলে আখ্যা দেন মেসি।
মেসি বলেন, 'এমন ম্যাচে খেলাটা কঠিন হয়ে যায়, কুৎসিত ম্যাচ হয়। আমরা তো পরপর দুইটি পাসই করতে পারছিলাম না। দ্বিতীয়ার্ধে পরিস্থিতির খানিকটা উন্নতি হয়। এমনভাবে খেলা যায় না। আমরা তো ঠিকভাবে খেলতেই পারছিলাম না।'
🏆 #Eliminatorias
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) October 10, 2024
⚽ @Argentina 🇦🇷 1 (Nicolás Otamendi) 🆚 #Venezuela 🇻🇪 1 (Salomón Rondón)
👉 ¡Final del partido!
🔜 El próximo martes el equipo comandado por Lionel #Scaloni jugará ante #Bolivia 🇧🇴 pic.twitter.com/0Jd9IyqG1k
মাঠে এমন পরিস্থিতির মধ্যে ম্যাচ খেলেও নিকোলাস ওটামেন্ডির গোলে কিন্তু আর্জেন্তিনাই লিড নিয়ে নেয়। তবে দ্বিতীয়ার্ধে সলমন রনডনের গোলে ম্যাচে সমতায় ফেরে ভেনিজুয়েলা। আর্জেন্তিনা এই ড্র সত্ত্বেও লাতিন আমেরিকা থেকে যোগ্যতা অর্জন পর্বের তালিকায় একেবারে শীর্ষে রয়েছে।
জুলাই মাসে আলবিসেলেস্তের হয়ে নাগাড়ে দ্বিতীয়বার কোপা আমেরিকা জয়ের পর থেকে জাতীয় দলের হয়ে আর খেলেননি মেসি। চোট লেগেছিল তাঁর। মাঠ তাঁকে এতদিন জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি। তবে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মেসি শুধু ফিরলেনই না, প্রথম গোলের পাসও তিনিই দেন। আর্জেন্তিনা গোলরক্ষক রুলি বেশ কয়েকটি ভাল সেভ করে দলের লিড অক্ষুণ্ন রাখেন। তবে শেষমেশ ৬৫ মিনিটে রনডনের গোলে ম্যাচ সমতায় শেষ হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: শুরুতেই পিছিয়ে পড়েও চিলির বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে দুরন্ত জয় ব্রাজিলের