Subrata Bhattacharjee: বেড়েছে প্লেটলেট, স্থিতিশীল সুব্রত ভট্টাচার্য
Subrata Bhattacharjee Update: জানা গিয়েছিল যে, গত তিনদিন ধরে জ্বর ছিল ৬৯ বছর বয়সি এই তারকা প্রাক্তন ফুটবলারের। কিন্তু সেই জ্বর কোনওমতেই না কমায় সুব্রত ভট্টাচার্যের রক্ত পরীক্ষা করা হয়।
কলকাতা: ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সুব্রত ভট্টাচার্য। ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল প্রাক্তন এই তারকা ফুটবলার। শহরের একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন তিনি। তবে শারীরিক অবস্থা এই স্থিতিশীল বলেই জানা গিয়েছে। গতকাল পরিস্থিতি কঠিন হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্লেটলেট নেমে গিয়েছিল ৬০ হাজারে। তবে বুধবার সেই প্লেটলেট বেড়েছে। ৭৫ হাজার হয়েছে। চিকিৎসকদের তরফেও জানানো হয়েছে যে আপাতত স্থিতিশীল রয়েছেন প্রাক্তন এই ডিফেন্ডার। তবে তাঁকে আরও কিছুদিন হাসপাতালেই রাখার ব্যাপারে ভাবা হচ্ছে। কবে ছাড়া হবে, তা নিয়ে কিছু জানানো হয়নি এখনও।
জানা গিয়েছিল যে, গত তিনদিন ধরে জ্বর ছিল ৬৯ বছর বয়সি এই তারকা প্রাক্তন ফুটবলারের। কিন্তু সেই জ্বর কোনওমতেই না কমায় সুব্রত ভট্টাচার্যের রক্ত পরীক্ষা করা হয়। সেই রিপোর্টেই ডেঙ্গি ধরা পড়ে। হাসপাতালে ভর্তি করানোর পরে তাঁকে স্যালাইন ও ইঞ্জেকশনও দিতে হয়েছে। তবে এদিন রক্তের প্লেটলেট বেড়েছে। তাই কিছুটা চিন্তামুক্ত হয়েছে সবাই।
উল্লেখ্য, দুর্গাপুজোর সময় ভয়ঙ্কর চেহারা নিয়েছিল ডেঙ্গি। দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজো শেষ কিন্তু ডেঙ্গির আতঙ্কের শেষ কবে? সরকারি, বেসরকারি হাসপাতালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ডেঙ্গি চিকিত্সায় রাজ্যে দুই নোডাল হাসপাতাল, বেলেঘাটা আইডি ও এম আর বাঙুর হাসপাতাল।
হাসপাতালের পরিসংখ্যান বলছে, এমআর বাঙুরে ডেঙ্গি ওয়ার্ডে ১১৯টি বেড রয়েছে। তার মধ্যে ৮৫টিতে রোগী ভর্তি। বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি ওয়ার্ডে রয়েছে ৮০টি বেড। চিকিত্সাধীন ৩৩ জন ডেঙ্গি আক্রান্ত। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ডেঙ্গি ওয়ার্ডে ৪৪টি বেড। ৩২ জন ভর্তি রয়েছেন।
বেসরকারি হাসপাতালগুলির মধ্যে AMRI হাসপাতালে ভর্তি ৭৪ জন ডেঙ্গি আক্রান্ত। CMRI-তে ভর্তি ৪৫ জন। ৩০ জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি উডল্যান্ডসে। পিয়ারলেস হাসপাতালে ভর্তি ৪০ জন। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ডেঙ্গি ওয়ার্ডেও আক্রান্তদের ভিড়।