এক্সপ্লোর
ধোনির সঙ্গে কোনও দ্বন্দ্ব নেই, দাবি গম্ভীরের

নয়াদিল্লি: ভারতের একদিনের ও টি-২০ দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তাঁর কোনও বিরোধ নেই বলে দাবি করলেন গৌতম গম্ভীর। তাঁর বক্তব্য, সবটাই সংবাদমাধ্যমের জল্পনা। মতের অমিল থাকলেও, ধোনির সঙ্গে কোনওদিনই দ্বন্দ্ব ছিল না। মাঠে নেমে দলকে জেতানোই তাঁদের একমাত্র লক্ষ্য ছিল। লাইভ ফেসবুক চ্যাটে অনুরাগীদের সঙ্গে কথা বলার সময় ধোনির সঙ্গে সম্পর্কে এই মন্তব্য করেছেন গম্ভীর। তিনি বলেছেন, ‘অনেক বিষয়েই আমরা একমত হতাম না। এটা জীবনের সব ক্ষেত্রেই হতে পারে। কিন্তু দেশকে জেতানোর ক্ষেত্রে কোনও দ্বিমত ছিল না। ধোনি দারুণ খেলোয়াড় এবং মানুষ হিসেবেও খুব ভাল।’ ধোনির নেতৃত্বে ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন গম্ভীর। দুটি প্রতিযোগিতাতেই ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। ধোনির দল যখন টেস্টে এক নম্বর হয়েছিল, তখনও অবদান ছিল গম্ভীরের। অধিনায়কের প্রতি তিনি এখনও শ্রদ্ধাশীল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















