বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের ফিফার সভাপতি নির্বাচিত হলেন ইনফান্তিনো
Gianni Infantino: ২০১৬ সালে ব্লাটারের পদত্যাগের পরেই ইনফান্তিনফোকে ফিফা সভাপতির দায়িত্ব নিতে হয়।
জুরিখ: ২০২৭ সাল পর্যন্ত জিয়ান্নি ইনফান্তিনোই (Gianni Infantino) ফিফার সভাপতি পদে বহাল থাকতে চলেছেন। ২০১৬ সালে সেপ ব্লাটারের পরে ইনফান্তিনোই ফিফা সভাপতির (FIFA President) দায়িত্ব নেন এবং কিগালিতে ৭৩তম কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে আবারও নির্বাচিত করা হল। ২১১ ফেডারেশনই ইনফান্তিনোকে সমর্থন করেন।
ইনফান্তিনোই সভাপতি
২০১৯ সালেও ইনফান্তিনো সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এইবার তৃতীয় দফায় সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে। সেই বিশ্বকাপ পর্যন্ত ইনফান্তিনোই দায়িত্বে থাকবেন। পুনরায় সভাপতি নির্বাচত হওয়ার পর ইনফান্তিনো বলেন, 'এটা বড় দায়িত্ব এবং এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত ও উচ্ছ্বসিত। ফিফা এবং ফুটবলের জন্য আমি এভাবেই কাজ করে যেতে ইচ্ছুক।'
ইনফান্তিনোর মতে ২০১৯ থেকে ২০২২ সার্কেলের মধ্যে ফিফার রোজগার রেকর্ড বৃদ্ধি পেয়েছে। তবে আসন্ন সার্কেলে কিন্তু আরও অর্থনৈতিক উন্নতির আশ্বাস দিয়েছেন ৫২ বছর বয়সি সুইস। এছাড়া পুরুষ এবং মহিলা, উভয় বিভাগেই ফুটবলকে আরও নতুন উচ্চতায় পৌঁছ দেওয়ার প্রতিশ্রুতিও দেন ইনফান্তিনো। প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয় দফা ফিফা সভাপতির দায়িত্ব নিচ্ছেন তিনি। তবে ২০১৬ সালে ব্লাটারের পদত্যাগের পরেই ইনফান্তিনফোকে ফিফা সভাপতির দায়িত্ব নিতে হয়। তাই এটি তাঁর সভাপতিরূপে দ্বিতীয় দফা হিসাবে বিবিচিত হবে। এর দরুণ ইনফান্তিনো কিন্তু আরও একবার ফিফা সভাপতি হওয়ার দৌড়েও লড়াই করতে পারবেন।
সুনীলের অবসর
ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তিনি। ভারতের সর্বোচ্চ গোলদাতা। তাঁর নামের পাশে একাধিক উজ্জ্বল কীর্তি। সেই সুনীল ছেত্রী (Sunil Chhetri) কি এবার ফুটবলকে বিদায় জানাতে চলেছেন?
কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। স্তিমাচ জানিয়েছেন, দেশের জার্সিতে সুনীল তাঁর শেষ টুর্নামেন্ট এশিয়ান কাপের জন্য নিজের সেরাটা দিতে প্রস্তুত থাকবেন। স্তিমাচের দাবি, ‘নিশ্চিত ভাবে এএফসি এশিয়ান কাপে শেষ বার দেশের হয়ে খেলবে সুনীল। আমি নিশ্চিত, ওর থেকে সেরা ফুটবলই পাব।’
আগামী বছর এএফসি এশিয়ান কাপের মূল পর্ব হবে ১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি। টুর্নামেন্টটি কাতারে অনুষ্ঠিত হতে চলেছে। আন্তর্জাতিক ফুটবলে এটিই ভারতের পরবর্তী বড় চ্যালেঞ্জ। ৩৮ বছরের সুনীলের কাছেও সম্ভবত এটি জাতীয় দলের জার্সিতে শেষ টুর্নামেন্ট হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন স্তিমাচ।
আরও পড়ুন: 'আবার ঘুরে দাঁড়াবে চ্যাম্পিয়ন...' পন্থের সঙ্গে দেখা বার্তা যুবরাজের