এক্সপ্লোর
Advertisement
স্যামসন অবিশ্বাস্য ব্যাটিং করেছে, মন্তব্য স্মিথের, অতিরিক্ত রান দেওয়ায় স্পিনারদের দুষছেন ধোনি
স্যামসন-স্মিথ জুটি রাজস্থানকে বড় স্কোর করতে সাহায্য করে।
শারজা: চলতি আইপিএল-এ প্রথম হারের মুখ দেখল চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারতে হল চেন্নাইকে। অন্যদিকে, এদিনই প্রথম ম্যাচ খেলতে নেমে জয় পেল রাজস্থান।
দলকে জেতানোর পর ম্যাচের সেরা সঞ্জু স্যামসনের বক্তব্য, ‘এভাবে খেলাই আমার পরিকল্পনা ছিল। সৌভাগ্যবশত শুরুর দিকের ওভারগুলিতে কয়েকটি ফুল লেংথের বল পেয়ে যাই। আমি ফিটনেস, ডায়েট, অনুশীলনের উপর জোর দিয়েছি। আমি জানি, উপযুক্ত অনুশীলন জরুরি। আমি পাওয়ার হিটিংয়ে উন্নতি করতে পেরেছি।’
বিজয়ী দলের অধিনায়ক স্টিভ স্মিথের মন্তব্য, ‘সঞ্জু স্যামসন অবিশ্বাস্য ব্যাটিং করেছে। ও যা মারছে তাই মনে হচ্ছিল ছয় হবে। জোফরা আর্চারের শেষ ওভারও একইরকম। আমি শুধু সঞ্জুক স্ট্রাইক দিয়ে যাচ্ছিলাম। ও সব বলই ব্যাটের মাঝখান দিয়ে মারছিল। আশি করি ও আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখাবে।’
নিজে ঝোড়ো ব্যাটিং করেছেন। শেষ ওভারে তিনটি ছক্কা মেরেছেন। তবে দলকে জেতাতে পারেননি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তিনি ম্যাচের পর বলেন, ‘২১৭ রান তোলা যেত। তবে তার জন্য ইনিংসের শুরুটা খুব ভাল হওয়া দরকার ছিল। ওরা খুব ভাল ব্যাটিং করেছে। বিশেষ করে স্টিভ আর সঞ্জু। ওদের বোলারদেরও কৃতিত্ব দিতে হবে। ভালই শিশির পড়েছিল। কোন লেংথে বল করতে হবে, সেটা ওদের বোলাররা জানত। ওদের স্পিনাররাও ভাল বোলিং করেছে। আমাদের স্পিনাররা প্রথম ২ ওভারে অনেক ভুল করেছে। নো বল না করলে আমরা হয়তো ২০০ রান তাড়া করতাম। তাহলে দারুণ ম্যাচ হত। ফাফ (দু প্লেসি) দারুণ খেলেছে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement