Hardik Pandya Photos: আমি যা করি, সবই তো তোর জন্য... ছেলের উদ্দেশে আবেগপূর্ণ বার্তা হার্দিকের
Asia Cup 2022: ছেলে অগস্ত্যর সঙ্গে স্যুইমিং পুলে সময় কাটালেন হার্দিক। সেই ছবি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
দুবাই: এশিয়া কাপের প্রথম ম্যাচে দুরন্ত ছন্দে ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটে বলে চূড়ান্ত সফল হন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। ভারতের জয়ের ভিত তৈরি করে দেন বঢোদরার অলরাউন্ডার। হং কংয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তাঁকে বিশ্রাম দিয়েছিল টিম ইন্ডিয়া। আপাতত খোশমেজাজে রয়েছেন তিনি।
ছেলে অগস্ত্যর সঙ্গে স্যুইমিং পুলে সময় কাটালেন হার্দিক। সেই ছবি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সঙ্গে দিয়েছেন আবেগপূর্ণ বার্তা। হার্দিক লিখেছেন, 'আমি যা করি, সবই তো তোর জন্য...'। হার্দিকের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
View this post on Instagram
চোটের জন্য প্রায় ছয় মাস মাঠের বাইরে ছিলেন। তবে চোট সারিয়ে মাঠে প্রত্যাবর্তন ঘটানোর পর থেকেই দারুণ ছন্দে রয়েছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। কী ব্যাটিং, কী বোলিং, ভারতীয় তারকা অলরাউন্ডার সব বিভাগেই ফুল ফোটাচ্ছেন হার্দিক। এই দুরন্ত ফর্মের সুফল হাতে নাতে পেয়েও গেলেন তিনি। আইসিসির সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে (ICC Rankings) কেরিয়ার সেরা স্থানে উঠে এলেন ভারতীয় তারকা।
কেরিয়ার সেরা
চলতি এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ পারফর্ম করেছিলেন হার্দিক। প্রথমে বল হাতে তিন উইকেট নেওয়ার পর, ব্যাট হাতে অপরাজিত ৩৩ রান করেন তিনি। মুশকিল পরিস্থিতি থেকে শেষ পর্যন্ত টিকে থেকে হার্দিকই ভারতকে জয় এনে দেন। এর সুবাদে আট ধাপ এগিয়ে এসে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর স্থান দখল করলেন হার্দিক। এটিই ভারতীয় অলরাউন্ডেরর কেরিয়ার সেরা ব়্যাঙ্কিং। হার্দিকের সাম্প্রতিক পারফরম্যান্স আবারও প্রমাণ করে দেয় তিনি ভারতীয় দলের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ।
শান্ত হার্দিক
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার মতে হার্দিক বর্তমানে জানেন ঠিক কোন সময়ে ওঁর কী করা উচিত এবং সেইমতোই ওঁর খেলাকেও সাজিয়ে নিয়েছেন। পাক ম্যাচের পরে রোহিত বলেন, 'ও ওর প্রত্যাবর্তনের পর থেকেই দুরন্ত খেলছে। ও দলের বাইরে থাকার সময়ই ফিট হওয়ার জন্য যা যা করণীয় সবটা করেছে এবং এখন তো বল হাতে নিয়মিত ঘণ্টায় ১৪০ কিমিতে বল করছে। ওর ব্যাটিং দক্ষতা তো সকলেই জানে। মাঠে ফেরার পর থেকে ওকে অনেক শান্ত দেখাচ্ছে এবং নিজের খেলার প্রতি আত্মবিশ্বাসও সাফ চোখে পড়ছে। ওর জন্য ওর নিজের খেলাটা বোঝার প্রয়োজন ছিল এবং সেটা ও এখন করছে। চাপের মুখে ১০ রান প্রতি ওভার যখন দরকার, তখন যে কেউ বিচলিত হতে পারে, তবে ওর খেলায় তার লেশমাত্র দেখা যায়নি।'
আরও পড়ুন: বিশ্বের যে কোনও দলকে ধ্বংস করতে পারে, সতীর্থকে মাঠেই কুর্নিশ কোহলির