এক্সপ্লোর
Advertisement
হকি বিশ্বকাপ: এ আর রহমানের সুর দেওয়া সঙ্গীত প্রকাশ করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী
কলকাতা: পুরুষদের হকি বিশ্বকাপের নিজস্ব সঙ্গীত প্রকাশিত হল। প্রকাশ করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বিশ্বখ্যাত সুরকার এ আর রহমান গানে সুর দিয়েছেন, লিখেছেন স্বয়ং গুলজার।
এই ‘জয় হিন্দ’ গানটি ভুবনেশ্বরে প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এ আর রহমানও ছিলেন অনুষ্ঠানে। ২৭ তারিখ স্থানীয় কলিঙ্গ স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। পরের দিন অনুষ্ঠান হবে কটকে। দু’ক্ষেত্রেই রহমানকে মঞ্চে দেখা যাবে। নবীন পট্টনায়ক জানিয়েছেন, এত বড় সঙ্গীত পরিচালক ও সুরকারের মুখোমুখি হওয়ার সম্ভাবনায় ওড়িশার মানুষ অত্যন্ত আনন্দিত।
পরে ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে রহমানের আদিবাসীদের বাদ্যযন্ত্রের রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা হয়, আদিবাসী সঙ্গীতের ডিজিটাইজেশন নিয়েও কথা বলেন তাঁরা। ২৭ তারিখ কলিঙ্গ স্টেডিয়ামে বিশ্বকাপ হকির উদ্বোধনী অনুষ্ঠানে রহমান লাইভ পারফর্ম করবেন। পরদিন কটকের বারাবতি স্টেডিয়ামে কনসার্ট রয়েছে তাঁর। রহমান জানিয়েছেন, বিশ্বকাপের সঙ্গীতটি গুলজার লিখেছেন জাতীয়তাবোধকে কেন্দ্র করে। এর মধ্যে ক্রীড়া, একতা ও প্রেরণার কথা রয়েছে। ওড়িশা, মুম্বই, চেন্নাই সহ দেশের নানা জায়গায় শ্যুটিং হয়েছে গানটির।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement