Asia Cup Women's Hockey: মহিলাদের এশিয়া কাপ হকিতে জাপানের বিরুদ্ধে হার ভারতের
Asia Cup Women's Hockey: এশিয়ান গেমসে (asean games) সোনাজয়ী জাপানের (japan) বিরুদ্ধে গোলের খাতাই খুলতে পারল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। পুল এ-র দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখতে হল ভারতকে।
মাস্কট: মহিলাদের এশিয়া কাপ হকিতে হার ভারতের। জাপানের বিরুদ্ধে ২-০ ব্যবধানে হেরে গেল তারা। এশিয়ান গেমসে (asean games) সোনাজয়ী জাপানের (japan) বিরুদ্ধে গোলের খাতাই খুলতে পারল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। পুল এ-র দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখতে হল ভারতকে। খেলার দ্বিতীয় মিনিটেই নাগা ইউরির গোলে এগিয়ে যায় জাপান। এরপর সাকি তানাকার গোলে ৪২ মিনিটে ব্যবধান আরো বাড়ায় তারা।
এদিন খেলার শুরু থেকেই একটু স্লো খেলছিল ভারত। ডিফেন্সকেও সেভাবে সজাগ দেখায়নি। যার পূর্ণ সুযোগ নিয়ে নেয় জাপান। ম্যাচের ২ মিনিটের মাথায় ভারতীয় ডিফেন্সের স্লো মুভেই গোলের দরজা খুলে যায় জাপানের সামনে। এরপর প্রথম ১৫ মিনিটের মাথায় পরপর ২ টো পেনাল্ট কর্নার পায় ভারতীয় দল। কিন্তু একটি থেকেও গোল করতে পারেনি তারা। হাফ টাইমের আগে জাপান একটি পেনাল্টি পেলেও তা আটকে দেয় ভারতীয় ডিফেন্স। হাফ টাইমে জাপান ১-০ গোলে এগিয়ে থেকে কোর্ট ছাড়ে। এরপর ৪২ মিনিটের মাথায় সাকি তানাকার গোলে ব্যবধান বাড়িয়ে নেয় জাপান। ভারতীয় দল আর ম্যাচে ফিরতে পারেনি।
উল্লেখ্য, মহিলাদের এশিয়া কাপ হকিতে এর আগে মালয়েশিয়ার বিরুদ্ধে ৯-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। শুরুটা একটু স্লো হলেও ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের হাতে পুরে নেন ভারতের মেয়েরা। প্রথম ২ কোয়ার্টারে ৪ গোল করেছিল ভারত। শেষ ২ কোয়ার্টারে আরও ২ গোল করে তারা। সেই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করে ভারতীয় মহিলা দল। বেশিক্ষণ লাগেনি ভারতকে গোল পেয়ে ম্যাচে লিড নিতে। বন্দনা কাটারিয়া প্রথম গোলের মুখ খোলেন। নভনীত কৌর ও শর্মিলা দেবীর মধ্যে ওয়ান ইসটু ওয়ান হওয়ার পর সেখান থেকে ফাঁকা গোলে গোল করে বসেন বন্দনা। দ্রুত পেনাল্টিও পেয়ে যায় ভারত। কিন্তু যদিও সেখান থেকে কোনো গোল করতে পারেনি তারা।
ভারতীয়রা মালয়েশিয়ার ডিফেন্সের উপর চাপ বজায় রাখে এবং দ্রুত দুটি পেনাল্টি কর্নার অর্জন করে, যার মধ্যে দ্বিতীয়টি দুর্দান্তভাবে কাজে লাগিয়ে গোল করেন ডিপ গ্রেস এক্কা। এরপর নভনীত কৌর দুর্দান্ত একটি হিটে প্রথম কোয়ার্টারে শেষে ভারতকে ৩-০ ব্য়বধানে এগিয়ে দেন। ম্য়াচের বাকি গোলগুলো করেন ফের একটি নভনীৎ কৌর। পঞ্চম গোলটি করেন নেহা গোয়েল, ষষ্ঠ গোলটি করেন লালরেমশেয়ামি। সপ্তম গোলটি করেন মণিকা। অষ্টম ও শেষ গোলটি করেন যথাক্রমে নভজিৎ কৌর ও শর্মিলা দেবী। তবে এত বড় ব্যবধানে জয়ের পর জাপানের বিরুদ্ধে হারের মুখ দেখতে হল ভারতকে।