এক্সপ্লোর
Advertisement
টেকনিকে বদল আনা বা দলে জায়গা ফিরে পাওয়ার লক্ষ্যে কাউন্টি খেলতে যাইনি, বলছেন মুরলী বিজয়
চেন্নাই: টেকনিকে বদল আনা বা জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার লক্ষ্যে কাউন্টি ক্রিকেট খেলতে যাননি বলে দাবি করলেন মুরলী বিজয়। তামিলনাড়ুর এই ব্যাটসম্যান বলেছেন, ‘আমি টেকনিকে কোনও বদল করিনি। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলা সহজ ছিল না। তাই আমি খেলা উপভোগ করেছি। আমাকে দলে নেওয়া এবং যেভাবে চেয়েছিলাম সেভাবে খেলার সুযোগ দেওয়ার জন্য এসেক্সকে ধন্যবাদ। আমাদের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। সেটাই আমার অনুপ্রেরণা ছিল। আমাকে দলে অবদান রাখতে হত। অভিজ্ঞতা অর্জন করতে পেরে আমি খুশি। আমি ভারতীয় দলে ফেরার জন্য কাউন্টি খেলতে যাইনি। আমার মনে হয়েছিল, রান করা এবং ভাল খেলা জরুরি। সেটা আমি করতে পেরেছি।’
ভারতীয় দলের ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে রান পাননি বিজয়। প্রথম টেস্টে তিনি যথাক্রমে ২০ ও ৬ রান করেন। দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই ০ রান করেন এই ওপেনার। ফলে তিনি বাদ পড়েন। এরপর এসেক্সের হয়ে খেলতে নেমে একটি শতরান এবং তিনটি অর্ধশতরান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। এরপর ভারতীয় দল ইংল্যান্ড সফরে যাবে। সেখানে ভাল পারফরম্যান্সের বিষয়ে আশাবাদী বিজয়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
আন্তর্জাতিক
Advertisement