এক্সপ্লোর
নিয়মরক্ষার ম্যাচে শিলিগুড়িতে ৫-০ গোলে চ্যাম্পিয়ন-বধ মোহনবাগানের

শিলিগুড়ি: এবারের ভারত সেরাদের গুঁড়িয়ে দিল সবুজ মেরুন সাইক্লোন৷ নিয়মরক্ষার ম্যাচে ৫-০ গোলে বেঙ্গালুরু এফসি-কে নিকেশ করল মোহনবাগান৷ ৩০ পয়েন্ট নিয়ে আইলিগে ২ নম্বরে শেষ করলেও জাত চিনিয়ে দিয়ে গেলেন নর্ডি-কাটসুমি-গ্লেনরা৷ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরু সঞ্জয় সেন ব্রিগেডের৷ আট মিনিটের মাথায় গোল৷ নর্ডির পাস থেকে গ্লেনের হেডার৷ ম্যাচের ২১ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান লেনি রডরিগেজ৷ ঠিক ২ মিনিট পর কাটসুমির পাস থেকে দুরন্ত হেডারে ৩-০ করেন সাব্রোসা৷ ২৮ মিনিটে জ্বলে উঠলেন আজহারউদ্দিন মল্লিক৷ দ্বিতীয়ার্ধেও অব্যাহত সবুজ মেরুন দাপট৷ জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বেঙ্গালুরুর কিগান পেরেরা৷ সেই সুযোগে ব্যবধান আরও বাড়িয়ে নেয় সঞ্জয় সেনের ছেলেরা৷ ৬৬ মিনিটের মাথায় দলকে ৫-০-তে এগিয়ে দিলেন কর্নেল গ্লেন৷ দ্বিতীয় গোল এল তাঁর পা থেকে৷ গতবারের ভারতসেরাদের খেতাব হাতছাড়া৷ তবু, গতবারের চ্যাম্পিয়নদের ঝাঁঝে কার্যত শিলিগুড়ির ঘাসে মিশে গেল এবারের ভারতসেরারা৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















