এক্সপ্লোর
আইপিএলে দু-একটা ম্যাচ নাও খেলতে পারেন কোহলি

চেন্নাই: বিশ্বকাপের আগে ফিট ও তরতাজা থাকতে আইপিএলে একটা-দুটো ম্যাচে নাও খেলতে পারেন বিরাট কোহলি। ইংল্যান্ডে বিশ্বকাপ ভারতীয় দলের স্কোয়াডের সদস্যদের এভাবেই কাজে বোঝা সামলানোর দায়িত্ব বোঝালেন অধিনায়ক কোহলি। ধকল এড়াতে তিনি একটা-দুটো ম্যাচে ড্রেসিংরুমে বসতে পারেন কিনা, এই প্রশ্নের উত্তরে কোহলি বলেছেন, হ্যাঁ..এমন সম্ভাবনা অবশ্যই রয়েছে, কেন নয়? কোহলি সাফ বলেছেন, এটা ব্যক্তিগত দায়িত্ব। কোনও ছোটখাটো সমস্যা হলেও সে ব্যাপারে যত শীঘ্রই সম্ভব তথ্য জানানো এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করা সংশ্লিষ্ট প্লেয়ারদের ওপর নির্ভর করছে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের আগে কোহলি বলেছেন, আমরা প্লেয়ারদের কোনও একটা দিন কেমন বোধ করছে, সে ব্যাপারে চৌকশ হতে বলেছি। আর তেমন হলে সঙ্গে সঙ্গে ফিজিওতে জানাতে হবে। এরপর তাকে যদি খেলতে বারন করা হয়, তাহলে তা মানতে হবে। বিশ্বকাপ শুরুর কিছুদিন আগে আইপিএল শেষ হচ্ছে। আগামী দুমাসে প্লেয়ারদের ওয়ার্ক লোড নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। ওয়ার্কলোডের এই ইস্যু আইপিএলে প্রভাব ফেলবে কিনা, এই প্রশ্নের উত্তরে, বিষয়টি প্লেয়াররা কীভাবে ভারসাম্য বজায় রেখে চলবে, তার ওপর নির্ভর করছে। কোহলি বলেছেন, তিনি কিন্তু আইপিএল অভিযান শুরু নিয়ে তিনি খুবই আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। প্রত্যেক পেশাদারকেই ভারসাম্য বজার রাখতে জানতে হয়। কারণ, প্লেয়াররা একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে এবং তারা যে যার ভূমিকা পালনের জন্য প্লেয়ারদের ওপর নির্ভর করে। খেলার নামলে ১২০ শতাংশ দিতে হয়। না খেললে কিছুই করতে হয় না। ৭৫-৮০ শতাংশ খেলা-এমন বিষয়ে তিনি বিশ্বাস করেন না বলেও জানিয়েছেন কোহলি। খেলোয়াড়রা চৌকশ থাকবে। পুরো টুর্নামেন্টেই বিবেচনাবোধ দেখবে। এটা তাদের ওপর কেউ চাপিয়ে দিচ্ছে না। ওরা যত্নবান থাকবে বলে জানিয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















