এক্সপ্লোর
৬ নম্বরে ব্যাট করা দীর্ঘদিনের স্বপ্ন ছিল: অশ্বিন
![৬ নম্বরে ব্যাট করা দীর্ঘদিনের স্বপ্ন ছিল: অশ্বিন I Wanted To Bat In The Top Seven For A Long Time Ashwin ৬ নম্বরে ব্যাট করা দীর্ঘদিনের স্বপ্ন ছিল: অশ্বিন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/07/23152443/2174-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অ্যান্টিগা: দীর্ঘদিন ধরেই টেস্টে ৬ নম্বরে ব্যাট করতে চাইতেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এতদিন তাঁর সেই ইচ্ছা পূরণ হয়েছে। অ্যান্টিগা টেস্টে ৬ নম্বরে ব্যাট করতে নেমে টেস্টে জীবনের তৃতীয় শতরান করে ফেলেছেন। ব্যাটিং অর্ডারে উপরের দিকে সুযোগ দেওয়ার জন্য কোচ অনিল কুম্বলে এবং অধিনায়ক বিরাট কোহলিকে ধন্যবাদ দিচ্ছেন অশ্বিন।
চলতি টেস্টের প্রথম ইনিংসে কোহলি-অশ্বিন জুটি ভারতকে রানের পাহাড় গড়তে সাহায্য করেছে। কোহলির দ্বিশতরানের পাশাপাশি অশ্বিনও দারুণ ব্যাট করেছেন। এই ইনিংসের পর এই অফ স্পিনার বলেছেন, ‘অতীতেও আমি ভাল ব্যাট করেছি। কিন্তু ব্যাটিং অর্ডারে পদোন্নতি হয়নি। তবে এই টেস্ট শুরু হওয়ার দিন সকালে কোহলি আমাকে ডেকে বলে, তুমি ঋদ্ধিমান সাহার আগে ৬ নম্বরে ব্যাট করবে। এই কথা শুনে আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। গত এক মাস ধরে আমি চেন্নাইয়ে ব্যাটিং অনুশীলন করেছি। তা কাজে লাগায় আমি খুশি।’
নিজের ব্যাটিংয়ের উন্নতির জন্য ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে কৃতিত্ব দিচ্ছেন অশ্বিন। তিনি বলেছেন, গত এক বছর ধরে বাঙ্গার তাঁকে স্টান্স বদল করে ব্যাটিং অনুশীলন করিয়েছেন। স্টান্স বদল করা চ্যালেঞ্জ ছিল। তবে এই বদল কার্যকরী হয়েছে। ম্যাচ শুরু হওয়ার অজিঙ্ক রাহানে তাঁকে ২০০ বল খেলার লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামতে বলেছিলেন। তবে তিনি নিজে ১৫০ বল খেলতে চেয়েছিলেন। ব্যাট করার সময় কোহলি তাঁকে প্রলোভনে পা না দিতে বলেন। এরপরই তিনি অফ স্ট্যাম্পের বাইরে একের পর এক বল ছাড়তে থাকেন। এভাবে খেলেই তিনি শতরান পেয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)