এক্সপ্লোর
Advertisement
ভারতের বিরুদ্ধে দুটি দিন-রাতের টেস্ট খেলা ব্যুমেরাং হতে পারে, ক্রিকেট অস্ট্রেলিয়াকে সতর্কবার্তা ইয়ান চ্যাপেলের
সম্প্রতি কলকাতার ইডেন গার্ডেনে প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলেছে ভারত। ওই ম্যাচে বাংলাদেশকে বিধ্বস্ত করেছে বিরাট কোহলির দল। আর এর পরই অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন ও প্রাক্তন স্পিনার শ্যেন ওয়ার্ন ডাউন আন্ডারে গোলাপি বলে টেস্ট খেলার চ্যালেঞ্জ দিয়েছিলেন। এ ব্যাপারে এবার নিজের অভিমত জানালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল।
ব্রিসবেন: সম্প্রতি কলকাতার ইডেন গার্ডেনে প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলেছে ভারত। ওই ম্যাচে বাংলাদেশকে বিধ্বস্ত করেছে বিরাট কোহলির দল। আর এর পরই অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন ও প্রাক্তন স্পিনার শ্যেন ওয়ার্ন ডাউন আন্ডারে গোলাপি বলে টেস্ট খেলার চ্যালেঞ্জ দিয়েছিলেন। এ ব্যাপারে এবার নিজের অভিমত জানালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল। তিনি ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে দিন-রাতের টেস্ট খেলা নিয়ে সতর্ক করে দিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে। তিনি বলেছেন, ২০২০-১২ এ ভারতের বিরুদ্ধে দুটি দিন-রাতের টেস্ট খেলার চিন্তাভাবনা বুমেরাং হতে পারে। কারণ, বিরাট কোহলির দলে রয়েছে শক্তিশালী বোলিং অ্যাটাক।
ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটে তাঁর নিবন্ধে চ্যাপেল বলেছেন, ভারতের সফরের সময় ক্রিকেট অস্ট্রেলিয়া দুটি দিন-রাতের টেস্ট খেলার চিন্তাভাবনা করেছে। তবে যদি ও ভাবনা অস্ট্রেলিয়াকে সুবিধা দিতে করা হয়, তাহলে তা বুমেরাং হতে পারে। কারণ, ভারতের বোলিং আক্রমণ খুবই শক্তিশালী এবং কোহলি ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় তাঁর অধিনায়কত্বের দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি অস্ট্রেলিয়া দল যখন সীমিত ওভারের সিরিজ খেলতে ভারতে আসবে তখন ক্রিকেট অস্ট্রেলিয়ার একট প্রতিনিধি দলও আসবে। চেয়ারম্যান আর্ল এডিংসের নেতৃত্বাধীন ওই প্রতিনিধি দল বিসিসিসিআই-এর নয়া প্রশাসনের সঙ্গে দেখা করবে। আলোচনায় থাকবে দিন-রাতের টেস্টও।
এডিংস বলেছেন, ভারত এখন দিন-রাতের ম্যাচ খেলেছে। নিঃসন্দেহে তারা এখন এক বা তার বেশি দিন-রাতের ম্যাচ খেলার বিষয়টি বিবেচনা করবে। জানুয়ারিতে বিষয়টি নিয়ে আলোচনা হবে।
যদিও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এই চিন্তাভাবনা সম্পর্কে খুব একটা আগ্রহী নন। তিনি বলেছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি কিছু শোনেনি। চারটের মধ্যে দুটি- খুব বেশি হয়ে যাবে। তবে প্রত্যেক সিরিজে একটি করে গোলাপি বলের টেস্ট খেলা যেতে পারে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement