এক্সপ্লোর
Advertisement
করোনার কোপে ক্রিকেট, স্থগিত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ
পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে সামনের বছর অক্টোবর-নভেম্বরে। পরপর দু বছর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে।
দুবাই: আশঙ্কা ছিলই। অবশেষে অতিমারী থাবা বসাল বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ইভেন্টেও। স্থগিত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার মাটিতে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্বকাপ।
পুরুষদের ক্রিকেটে পরবর্তী তিনটি মেগা ইভেন্টের জন্য সময়সূচিও ঠিক হয়েছে সোমবার আইসিসি-র বোর্ড বৈঠকে। জানানো হয়েছে, পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে সামনের বছর অক্টোবর-নভেম্বরে। ১৪ নভেম্বর ফাইনালের দিন ধার্য করা হয়েছে। তার পরের বছর, অর্থাৎ ২০২২ সালে হবে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ। খেলা হবে অক্টোবর-নভেম্বরে। ফাইনাল হবে ১৩ নভেম্বর। ২০২৩ সালের অক্টোবর নভেম্বরে হবে ওয়ান ডে বিশ্বকাপ। ফাইনাল হবে ২৬ নভেম্বর।
পরের বছর ফেব্রুয়ারি মাসে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ হওয়ার কথা নিউজিল্যান্ডে। পরিস্থিতির ওপর নজর রেখে তা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আইসিসি-র চিফ এগজিকিউটিভ মনু সাহনি বলেছেন, ‘খেলাটার সঙ্গে যুক্ত সকলের স্বাস্থ্য সুরক্ষিত রাখাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আমরা। দর্শকদের নিরাপদ দুটো বিশ্বকাপ উপহার দিতে চাই। আমাদের সদস্যরা এবার সূচি জেনে যাওয়ায় বাতিল হওয়া দ্বিপাক্ষিক বা ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে পারবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement