Virat Kohli : 'ওই সবসময় এক নম্বর থাকবে' আইডল সচিনকে ছুঁয়ে আবেগপ্রবণ কোহলি
ODI World Cup 2023 : জন্মদিনে দেশের ক্রিকেটপ্রেমীদের 'রিটার্ন গিফট' দিতে পেরে খুশি বিরাট কোহলি।
কলকাতা : ক্রিকেটের নন্দনকানন সাক্ষী থেকেছে 'জন্মদিন জমজমাট'-এর। ৩৫ বছরের বার্থ ডে-তে 'আইডল'কে ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান হাঁকিয়েছেন। যা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের কেরিয়ারের ৪৯ তম। যে নজির একমাত্র ছিল সচিন তেন্ডুলকারের। যাঁকে দেখে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখা শুরু, তাঁকে ছুঁয়ে ফেলার সঙ্গে সঙ্গেই এসেছে স্বয়ং মাস্টার ব্লাস্টারের থেকে দ্রুত তাঁকে ছাপিয়ে যাওয়ার আগাম শুভেচ্ছাও।
যে বার্তা দেখে ও সচিনকে (Sachin Tendulkar) ছুঁয়ে খানিকটা আবেগপ্রবণ বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার তরফে পোস্ট করা বিশেষ ভিডিওতে বিরাট কোহলি তাঁর কেরিয়ারে ৪৯ তম ওডিআই শতরান প্রসঙ্গে বলেছেন, 'আবেগপ্রবণ একটা মুহূর্ত। ওঁকে (সচিন তেন্ডুলকার) আইডল মেনে বড় হয়েছি। ভারতের হয়ে খেলার স্বপ্ন তৈরি হয়েছিল ওঁর খেলা দেখেই। তাই রেকর্ডের ভিত্তিতে একসারিতে বসা অনন্য এক মুহূর্ত। কখনও দূরতম কল্পনাতেও ভাবিনি এই জায়গায় পৌঁছতে পারব। তাই অদ্ভুত এক ভাল লাগার অনুভূতি কাজ করছে। সঙ্গে একটা বিষয় ফের বলতে চাইব, মাঝে যাই হোক ওই (সচিন তেন্ডুলকার) সব সময় এক নম্বর থাকবে।'
বিরাটের শতরানে তাঁকে ছোঁয়ার পরই দ্রুত যাতে ওডিআইতে কোহলি তাঁর ৫০ তম শতরান পান সেই বার্তা ও আগাম শুভেচ্ছাও দিয়েছেন সচিন তেন্ডুলকার। যে প্রসঙ্গে বিরাটের সংযোজন, 'সেই প্রত্যাশা আমিও রাখি। বড় রান পেলে দলের জেতার সম্ভবনা বাড়বে। বিশেষ করে সেমিফাইনাল, ফাইনালের মঞ্চে যদি বড় রান করতে পারি, তার থেকে ভাল কিছু হতে পারে না। দেখা যাক। আপাতত দেশকে জেতানোর জন্য অবদান রাখতে পারছি। এটাই সবথেকে আনন্দের অনুভূতি।'
বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে জন্মদিনে শতরান কি নিজেকেই নিজের বার্থ ডে গিফট ? যে প্রশ্ন শুনে খানিক হেসে ফেলে বিরাটের বার্তা, 'জন্মদিন নিয়ে কখনও বাড়তি উৎসাহ বোধ করিনি। তবে জন্মদিনে গিফট পাওয়ার থেকে নিজের ছন্দে খেলতে পারছি, অনেক মানুষকে আনন্দ দিতে সক্ষম হচ্ছি, এটাই আমার কাছে অনেক বেশি আনন্দের। তাই গিফটের থেকে দল জিতল ও দেশের ক্রিকেটপ্রেমীরা খুশি হলেন, এই রিটার্ন গিফট দিতে পেরেই বরং বেশি খুশি।'
View this post on Instagram
আরও পড়ুন- শীর্ষে পৌঁছনোর হাতছানি বিরাটের, বিশ্বকাপের সর্বোচ্চ রান শিকারিদের তালিকায় কে কোথায় ?