IND vs PAK, 1 Innings Highlight: অর্শদীপ, হার্দিকের ঝুলিতে ৩ উইকেট, পাক ম্য়াচ জিততে ভারতের চাই ১৬০
T20 World Cup: টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। তিন পেসার নিয়ে আজ খেলতে নেমেছিল ভারতীয় দল। ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামির সঙ্গে তরুণ অর্শদীপ সিংহকেও দলে নেওয়া হয়েছিল।
মেলবোর্ন: দুরন্ত অর্শদীপ সিংহ (Arshdeep Singh), বিশ্বকাপের (T20 World Cup) অভিষেক ম্যাচেই দুর্দান্ত স্পেল। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। দু'জনেই তিনটি করে উইকেট তুলে নিলেন। পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচে ভারতীয় বোলারদের আঁটোসাটো বোলিং। যদিও স্লগ ওভারে চালিয়ে খেলে ১৫৯ রান বোর্ডে তুলে ফেলল পাকিস্তান। অর্ধশতরানের ইনিংস খেললেন ইফতিকার আমেদ ও শান মাসুদ।
দুরন্ত বোলিং অর্শদীপ, শামির
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। তিন পেসার নিয়ে আজ খেলতে নেমেছিল ভারতীয় দল। ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামির সঙ্গে তরুণ অর্শদীপ সিংহকেও দলে নেওয়া হয়েছিল দলে। এশিয়া কাপে গত ভারত-পাকিস্তান মোকাবিলায় অর্শদীপ আসিফ আলির ক্যাচ মিস করে রাতারাতি প্রবল সমালোচনার শিকার হয়েছিলেন। সেই অর্শদীপই আজ তিন উইকেট নিয়ে সব সমালোচনার জবাব দিলেন। তিনিই পাকিস্তানকে প্রথম ধাক্কাটা দেন। বিশ্বকাপে নিজের প্রথম বলেই বাবর আজমকে শূন্য রানে ফেরত পাঠান বাঁ-হাতি ভারতীয় বোলার।
বাবরের ওপেনিং পার্টনার মহম্মদ রিজওয়ানও মাত্র ৪ রান করেই সাজঘরে ফেরেন। তিনিও অর্শদীপেরই শিকার হন। তবে এরপরেই পাকিস্তানের হয়ে ইনিংসের হাল ধরেন শান মাসুদ ও ইফতিকার। তৃতীয় উইকেটে দুইজনে মিলে ৭৬ রান যোগ করেন। ১২তম ওভারে অক্ষর পটেলের বলে তিন ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূরণ করেন ইফতিকার। তবে অর্ধশতরান করার পর বেশিদূর এগোতে পারেননি ইফতিকার। তাঁকে ৫১ রানে ফেরান মহম্মদ শামি। ইফতিকার আউট হতেই পর পর উইকেট হারায় পাকিস্তান। শাদাব খান (৫), হায়দার আলি (২), মহম্মদ নওয়াজ (৯), আসিফ আলি (২) কেউই রান পাননি।
তবে শান মাসুদ এক দিকে টিকে থাকেন। তিনে শেষ পর্যন্ত ৫২ রানে অপরাজিত থেকে পাকিস্তানকে ১৫০ রানের গণ্ডি পার করান। শাহিন আফ্রিদিও আট বলে ১৬ রানের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন। নির্ধারিত বিশ ওভারে আট উইকেটে ১৫৯ রান তোলে পাকিস্তান। অর্শদীপ ৩২ রানের বিনিময়ে ও হার্দিক ৩০ রানে তিন উইকেট নেন। শামি ও ভুবনেশ্বর কুমার একটি করে উইকেট নিয়েছেন। প্রথম ১০ ওভারে মাত্র ৬০ রান তুললে, শেষ ১০ ওভারে পাকিস্তান ৯৯ রান তোলে। শেষের ১০ ওভারে এই আগ্রাসী ব্যাটিংই ম্যাচে পার্থক্য গড়ে দেয় কি না, এখন সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: মেলবোর্নের রাস্তায় কোহলিদের ছবি এঁকে অভিনব উপায়ে স্বাগত জানালেন সমর্থকরা