Joe Root: টেস্টে আইসিসি ক্রমতালিকায় সিংহাসনে রুট, আটে রোহিত, দশে নেমে গেলেন বিরাট
ICC Test Ranking: টেস্টে জাতীয় দলের নেতৃত্ব ছাড়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন রুট। লর্ডসে প্রথম টেস্টে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলেছিলেন দ্বিতীয় ইনিংসে। দেশকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন।
দুবাই: আইসিসি টেস্ট ক্রমতালিকায় (ICC Test Ranking) ব্যাটারদের লিস্টে শীর্ষে উঠে এলেন জো রুট (Joe Root)। নিউজিল্য়ান্ডের (Newzeland) বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। অস্ট্রেলিয়ার ক্রিকেটার মার্নাস লাবুশেনকে টপকে ১ নম্বর স্থানটি অধিকার করে নিলেন রুট। নটিংহ্য়াম টেস্টে প্রথম ইনিংসে দুর্দান্ত ১৭৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। যা তাকে শীর্ষস্থান দখলে সাহায্য করল। তালিকায় প্রথম দশে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।
শীর্ষে রুট, দশে বিরাট
টেস্টে জাতীয় দলের নেতৃত্ব ছাড়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন রুট। লর্ডসে প্রথম টেস্টে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলেছিলেন দ্বিতীয় ইনিংসে। দেশকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে সেঞ্চুরি। ৮৯৭ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন রুট। লাবুশেনের দখলে ৮৯২ রেটিং। তালিকায় পরের স্থানগুলোয় রয়েছেন যথাক্রমে স্টিভ স্মিথ, বাবর আজম, কেন উইলিয়ামসন, দিমূথ করুণারত্নে, উসমান খোয়াজা। ভারত অধিনায়ক রোহিত শর্মা ৭৫৪ রেটিং নিয়ে তালিকায় আট নম্বরে রয়েছেন। তবে সবচেয়ে খারাপ অবস্থা বিরাট কোহলি। একসময় এই তালিকায় শীর্ষে রাজ করা বিরাট ৭৪২ রেটিং নিয়ে দশ নম্বর স্থানে রয়েছেন।
🔹Joe Root reclaims No.1 spot 🥇
— ICC (@ICC) June 15, 2022
🔹Trent Boult bursts into top 10 🔥
Plenty of movement in the @MRFWorldwide ICC Test Player Rankings after the second #ENGvNZ match 👉 https://t.co/J6m5cEKRSA pic.twitter.com/CqV1mlBMmF
বোলার তালিকায় দশে অশ্বিন, বুমরা
বোলারদের ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন (২) ও জসপ্রীত বুমরা (৩)। তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তালিকায় উঠে এসেছেন কাগিসো রাবাডা, শাহিন আফ্রিদি ও ট্রেন্ট বোল্ট। কাইল জেমিসন যদিও নেমে গিয়েছেন ৬ নম্বরে। জিমি অ্যান্ডারসন তালিকায় ৭ নম্বরে রয়েছেন।
তবে টেস্টে অলরাউন্ডারদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন রবীন্দ্র জাডেজা ও দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। খারাপ পারফরম্য়ান্সের জন্য় অল-রাউন্ডারদের তালিকায় ২ ধাপ পিছিয়ে জেমিসন চলে গিয়েছেন ১০ নম্বরে। স্টোকস অল-রাউন্ডারদের তালিকায় ৫ নম্বরে রয়েছেন।
আরও পড়ুন: 'বসে নিজের ফর্ম নিয়ে একটু ভাবো', পন্থকে পরামর্শ গাওস্করের