(Source: ECI/ABP News/ABP Majha)
ICC Test Rankings: আইসিসি টেস্ট ক্রমতালিকায় প্রথম দশে রোহিত, বিরাট, একশোয় ঢুকে পড়লেন শ্রেয়স
ICC Test Rankings: তালিকায় প্রথম দশে নিজেদের জায়গা ধরে রাখলেন বিরাট (VIRAT KOHLI) কোহলি ও রোহিত শর্মা (ROHIT SHARMA)। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন হিটম্যান। ষষ্ঠ স্থানে রয়েছেন বিরাট।
দুবাই: কানপুর টেস্টে (TEST) প্রথম ইনিংসে শতরান হাঁকিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। যার পুরস্কার পেয়ে গেলেন শ্রেয়স আইয়ার। আইসিসি (ICC) টেস্ট ক্রমতালিকায় প্রথম একশোয় ঢুকে পড়লেন মুম্বইয়ের এই তরুণ ব্যাটার। তালিকায় প্রথম দশে নিজেদের জায়গা ধরে রাখলেন বিরাট (VIRAT KOHLI) কোহলি ও রোহিত শর্মা (ROHIT SHARMA)। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন হিটম্যান। ষষ্ঠ স্থানে রয়েছেন বিরাট।
তবে দ্বিতীয় টেস্টের আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিলেন যে ঋদ্ধিমান সাহা পুরোপুরি ফিট। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, ''ঋদ্ধিমান সাহা ঘাড়ের যন্ত্রণা কাটিয়ে উঠেছে। ও পুরো ফিট রয়েছে এখন। আমরা টিম কম্বিনেশ বেছে নেব আবহাওয়া ও পিচ দেখেই।'' অর্থাৎ কোহলির কথাতেই পরিষ্কার যে ঋদ্ধিই যে দ্বিতীয় টেস্টে প্রথম পছন্দ হতে চলেছে। বিরাটের বক্তব্য আরও জোরালো করে নিজের সোশ্যাল মিডিয়া কু-তে নিজেও ঋদ্ধি পোস্ট করেছেন যে তিনি পুরোপুরি ফিট, সামনে দিকে লক্ষ্য রাখছেন তিনি।
এর আগে অবশ্য দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর বলেছিলেন, ''ঋদ্ধির দুর্ভাগ্য় যে আমরা ভীষণ স্পেশ্যাল একজন খেলোয়াড় পেয়ে গিয়েছি। ঋষভ পন্থ। ওই আমাদের এক নম্বর উইকেটকিপার এবং গত কয়েক বছরে দলের হয়ে দারুণ পারফর্ম করেছে। ঋদ্ধি তো আছেই। দলের যখন প্রয়োজন খেলবে। পন্থ না থাকলে ওই খেলবে। আর ওর আজকের ইনিংস দেখিয়ে দিল ও কী পারে।''
ভারতীয় দলের নব নির্বাচিত বোলিং কোচ পারশ মামব্রে গতকালই বলেছিলেন, ''দরকারের সময় ঋদ্ধি যেভাবে ব্যাট হাতে লড়েছে, তা প্রশংসার যোগ্য। আমরা খেলার শুরুর আগে পর্যন্ত অপেক্ষা করতে চাই। পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ওই আমাদের প্রথম পছন্দ।'' এখন দেখার শেষ পর্যন্ত প্রথম একাদশে ঋদ্ধিমানকেই দেখা যায় কি না।
আরও পড়ুন: চুক্তির অঙ্ক কমিয়েও কেন কেকেআরে? আবেগঘন বার্তায় মন জিতলেন নারাইন