এক্সপ্লোর
Advertisement
ফাইনালে সোনার জন্য হৃদয় দিয়ে খেলব, বলছেন সিন্ধু
রিও ডি জেনেইরো: প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে অলিম্পিকের ফাইনালে পৌঁছে ইতিমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছেন পিভি সিন্ধু। এবার ফাইনালে সোনার লক্ষ্যে নিজেক উজাড় করে দিতে চাইছেন এই হায়দরাবাদি তারকা। অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে দেশকে গর্বিত করতে চাইছেন সিন্ধু।
জাপানের নজোমি ওকুহারাকে হারিয়ে ফাইনালে ওঠার পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু বারের পদক জয়ী সিন্ধু বলেছেন, ‘আমার লক্ষ্য থাকবে সোনা জয়। তার জন্য আমি হৃদয় নিংড়ে দেব। আমি সবসময়ই কঠোর পরিশ্রম করেছি। সবাই অলিম্পিকে পদক জিততে চায়। আমার আর একটা ম্যাচ বাকি। আমার নিশ্চয়ই সুযোগ আছে।’
ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ বিশ্বের এক নম্বর ক্যারোলিনা মারিন। দু বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই স্প্যানিশ খেলোয়াড়ের বিরুদ্ধে ম্যাচের আগে আত্মবিশ্বাসী এবারের অলিম্পিকে ভারতের সেরা তারকা। ফাইনাল নিয়ে সিন্ধু বলছেন, ‘আমার উপর কোনও চাপ নেই। ১০০ শতাংশ দিতে হবে। আগামীকালের ম্যাচের জন্য আমি পুরোপুরি তৈরি। ফাইনাল ম্যাচ সহজ হবে না। মারিন কঠিন প্রতিপক্ষ। অলিম্পিকে ও ভাল খেলছে। সে ভাল খেলতে পারবে এবং নিজের সেরাটা দিতে পারবে সে-ই জিতবে।’
এখনও পর্যন্ত অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে একটিমাত্র সোনা পেয়েছে ভারত। সেই সোনা যিনি এনে দিয়েছিলেন সেই অভিনব বিন্দ্রা ট্যুইট করে বলেছেন, তিনি চাইছেন সিন্ধু সোনা জিতুন। বিন্দ্রার এই ইচ্ছা পূরণ করতে মরিয়া সিন্ধু। তিনি ফাইনালে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে চান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement