Ind vs Aus 2nd ODI Preview: শ্রেয়সের ফর্ম কাঁটা ভারতের, রবিবার জিতলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ মুঠোয়
India vs Australia: রবিবার ইনদওরে রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষার সুযোগ ভারত ও অস্ট্রেলিয়া (Ind vs Aus), দুই দলেরই। বিশ্বকাপের আগে হয়তো শেষবারের মতো।
ইনদওর: তৃতীয় ম্যাচেই ফিরবেন তারকা ক্রিকেটারেরা। তার আগে রবিবার ইনদওরে রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষার সুযোগ ভারত ও অস্ট্রেলিয়া (Ind vs Aus), দুই দলেরই। বিশ্বকাপের আগে হয়তো শেষবারের মতো।
ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে ভারত। রবিবার ইনদওরে দ্বিতীয় ম্যাচ। যে ম্যাচে জিতলেই সিরিজ মুঠোয় পুরবে ভারত। যে ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে ট্র্যাভিস হেডের চোট। তাঁর পরিবর্ত হিসাবে হয়তো বিশ্বকাপেও দেখা যাবে মার্নাস লাবুশেনকে। তবে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় অস্ত্র দলে এক ঝাঁক অলরাউন্ডারের উপস্থিতি। ক্যামেরন গ্রিন থেকে শুরু করে মার্কাস স্টোইনিস, তারকা অলরাউন্ডারের ছড়াছড়ি।
তবে মোহালিতে মহম্মদ শামির পেসের সামনে মুখ থুবড়ে পড়েছিল দলের ব্যাটিং। দলের প্রথম সাত ব্যাটারের মধ্যে সকলেই ক্রিজে সেট হয়ে যাওয়ার পরেও একমাত্র ডেভিড ওয়ার্নার হাফসেঞ্চুরি করেছিলেন। বিশ্বকাপে সব দলেই শামির সমতুল্য পেসার থাকবেন এবং অজি শিবির চাইবে দ্রুত এই প্রশ্নের সমাধান খুঁজে বার করতে। ওপেনার হিসাবে ভারতের পরিবেশ পরিস্থিতিতে মানিয়ে নিতে চাইবেন মিচেল মার্শ। এই ম্যাচে হয়তো দলে ফিরবেন জশ হ্যাজলউড।
ভারত এই ম্যাচে দেখে নিতে চাইবে বোলিং কম্বিনেশন। আগের ম্যাচে শামির জ্বলে ওঠার দিন ১০ ওভারে ৭৮ রান খরচ করেছিলেন শার্দুল ঠাকুর। আর অশ্বিন কেমন বোলিং করেন, সেদিকেও থাকবে নজর।
মোহালিতে ভারতের ব্যাটাররা ছিলেন দারুণ ছন্দে। প্রথম ছয় ব্যাটারের মধ্যে চারজন হাফসেঞ্চুরি করেছিলেন। রুতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে ঈশান কিষাণকে ওপেনার হিসাবে খেলাতে পারে ভারত। তবে নজর থাকবে মিডল অর্ডারে। বিশেষ করে শ্রেয়স আইয়ার কেমন করেন, তার দিকে। ব্যাটে রান নেই শ্রেয়সের। ভোগাচ্ছে ফিটনেসও। সূর্যকুমার যাদব আগের ম্যাচে রান করে দিয়েছেন। এবার পরীক্ষা শ্রেয়সের।
সাম্প্রতিক রেকর্ড বলছে, শেষ পাঁচটি ওয়ান ডে ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে ভারত। যার মধ্যে রয়েছে এশিয়া কাপের ফাইনাল। অন্যদিকে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে অস্ট্রেলিয়া।
ভারত এই ম্যাচে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দিয়ে খেলাতে পারে এশিয়া কাপের ফাইনালের নায়ক মহম্মদ সিরাজ়কে। একজন শার্দুলের পরিবর্তে খেলানো হতে পারে ওয়াশিংটন সুন্দরকেও। যাতে বিশ্বকাপের আগে তাঁকে একবার দেখে নেওয়া যায়।
আরও পড়ুন: লিটন ক্রিজে ফিরিয়েছিলেন, ব্যাটে-বলে বাংলাদেশের ঘাতক সেই সোধিই, সিরিজে এগিয়ে গেল নিউজ়িল্যান্ড