এক্সপ্লোর
Advertisement
পুণের ভুল আর হবে না, ভরসা দিচ্ছেন বিরাট
বেঙ্গালুরু: পুণেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দল যে ভুল করেছে, বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে সেই ভুল আর হবে না। ভারতীয় দল পরিচিত ছন্দেই খেলবে। চিন্নাস্বামী টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগের দিন এই আশ্বাস দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘আমি আশ্বাস দিচ্ছি, আমরা আর খারাপ পারফরম্যান্স দেখাব না। পুণের মতো খারাপ পারফরম্যান্স আর দেখতে পাবেন না।’
কাল থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। তার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ দাবি করেছেন, প্রথম টেস্টে হারের পর ভারতীয় দলের উপর চাপ রয়েছে। আর একটি টেস্ট ম্যাচে জয় পেলেই সিরিজ পকেটে পুরে ফেলবে অস্ট্রেলিয়া। কিন্তু স্মিথের সেই দাবি খারিজ করে দিয়েছেন বিরাট। তিনি পাল্টা বলেছেন, ‘ভারতীয় দলের সবাই হাসিমুখে আছে। কেউ চাপ অনুভব করছে না। অস্ট্রেলিয়া সবসময়ই বিপক্ষের উপর মানসিক চাপ তৈরি করতে চায়। আমরা ওদের কথা না ভেবে নিজেদের খেলা নিয়েই ভাবছি।’
বিরাট আরও বলেছেন, পুণেতে অস্ট্রেলিয়া ভাল খেলেছে বলে জিতেছে। সিরিজের বাকি ম্যাচগুলিতে এর প্রভাব পড়বে না। মাঝেমধ্যে হার ভাল। এতে নিজেদের খামতি বোঝা যায়। ভারতীয় দল হারুক বা জিতুক, প্রস্তুতি সবসময়ই একইরমক থাকে। বেঙ্গালুরু টেস্টের প্রস্তুতিও সেভাবেই নিয়েছে দল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
অফবিট
Advertisement