Rinku Singh: ফের শেষ বলে ম্যাচ জেতালেন, রিঙ্কু হ্যায় তো মুমকিন হ্যায়
IND vs AUS: রিঙ্কু সিংহ (Rinku Singh) আর শেষ বলে ছক্কায় ম্যাচ জয় যেন সমার্থক হয়ে পড়ছে। আর প্রবল চাপের মুখে বলকে গ্যালারিতে পাঠিয়ে দলকে জেতানো যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন রিঙ্কু।
বিশাখাপত্তনম: তাঁকে ক্রিজে নামতে দেখেই আইপিএলে যে দলের হয়ে তিনি খেলেন, সেই কলকাতা নাইট রাইডার্সের (KKR) সোশ্যাল মিডিয়া পোস্ট, 'নাও ইটস রিঙ্কু টাইম।'
রিঙ্কু সিংহ (Rinku Singh) আর শেষ বলে ছক্কায় ম্যাচ জয় যেন সমার্থক হয়ে পড়ছে। আর প্রবল চাপের মুখে বলকে গ্যালারিতে পাঠিয়ে দলকে জেতানো যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন রিঙ্কু। বৃহস্পতিবার বিশাখাপত্তনমে শন অ্যাবটের শেষ বলে ছক্কা মেরে ভারতকে (IND vs AUS) নাটকীয়ভাবে ম্যাচ জিতিয়েছেন রিঙ্কু। যদিও অ্যাবটের বলটি নো হওয়ায় আর সেই অতিরিক্ত রানে ভারতের জয়ের লক্ষ্যপূরণ হওয়ায় ছক্কাটি আর স্কোরবোর্ডে গণ্য করা হয়নি। যদিও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং রিঙ্কু সিংহ।
ভারতের জয়ের পরই কেকেআরের পোস্ট, 'রিঙ্কু ফিনিশেস ইট অফ স্টাইল'। রবি শাস্ত্রীর সেই বাক্যকে মনে করিয়ে দেওয়া। নুয়ান কুলশেখরার শেষ বলে পেল্লায় ছক্কা মেরে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করার পর মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে যা বলেছিলেন সেই ম্যাচে ধারাভাষ্যকার হিসাবে কর্মরত শাস্ত্রী। যে বাক্য ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অমর হয়ে রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় একজন লিখলেন, 'রিঙ্কু হ্যায় তো মুমকিন হ্যায়'। এক ভক্তের পোস্ট, 'লর্ড রিঙ্কু, তোমাকে সেলাম।' কেউ কেউ তো এমনও লিখে দিলেন যে, এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা ফিনিশার রিঙ্কু।
Rinku Singh hai toh Mumkin hai
— CricBhai (@BhaiCric) November 23, 2023
Lord Rinku take a bow!! #rinku #SuryakumarYadav #INDVSAUS pic.twitter.com/mMoGOuMqLH
গত আইপিএলের ঘটনা। কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচে যশ দয়ালের শেষ ওভারে পরপর ৫ ছক্কা মেরে নাটকীয়ভাবে কেকেআরকে ম্যাচ জেতান রিঙ্কু। তারপর থেকেই রিঙ্কুকে নিয়ে জয়জয়কার পরে যায়। আইপিএলের সাফল্য জাতীয় দলের দরজা খুলে দেয় রিঙ্কুর সামনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে ১-০ এগিয়ে যেতে সাহায্য় করলেন রিঙ্কুই।
বিশ্বকাপে (World Cup) সদ্য অস্ট্রেলিয়াদের (Australia) কাছে পরাজিত হতে হয়েছিল, টি-২০ সিরিজে (T20 Match Series) প্রথম ম্যাচ জিতে যেন সেই ক্ষততে কিছুটা প্রলেপ। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং ঈশান কিশাণের (Ishaan Kishan) ঝোড়ো ব্যাটিং এবং শেষে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) ব্যাটে ভর করে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জয় পেল ভারত। যদিও শেষ বল অবধি জারি ছিল টেনশন। তবে শেষ হাসি হাসল সূর্য-ব্রিগেড।
আরও পড়ুন: সূ্র্য, ঈশানের অর্ধশতরান, রিঙ্কুর ব্যাটে শেষ বলে নাটকীয় জয় ভারতের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Rinku Singh finishes off in style ™ pic.twitter.com/EVvpMo0N9o
— KolkataKnightRiders (@KKRiders) November 23, 2023