IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন কার্তিক? স্পষ্ট ইঙ্গিত দিলেন দ্রাবিড়
Dinesh Karthik: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিপিং করার সময় দ্বিতীয় ইনিংসেই পিঠে ব্যর্থ অনুুভব করেন দীনেশ কার্তিক। তাই বাধ্য হয়েই তাঁকে মাঠ ছাড়তে হয়।
অ্যাডিলেড: গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) প্রথমবার পরাজিত হয় ভারতীয় ক্রিকেট দল। শুধু তাই নয়, পরাজয়ের পাশাপাশি দলের তারকা কিপার-ব্যাটার দীনেশ কার্তিকও (Dinesh Karthik) ম্যাচের মাঝপথেই মাঠ ছাড়েন, যা দলের চিন্তা আরও বাড়িয়েছে। কাল, বুধবার বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) ফের একবার মাঠে নামবে ভারত। সেই ম্যাচে কি কার্তিককে খেলতে দেখা যাবে?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিপিং করার সময় দ্বিতীয় ইনিংসেই পিঠে ব্যর্থ অনুুভব করেন দীনেশ কার্তিক। তাই বাধ্য হয়েই তাঁকে মাঠ ছাড়তে হয়। তিনি আর ম্যাচে মাঠে নামেননি। তাঁর পরিবর্তে ঋষভ পন্থই কিপিং করেন। এরপরেই প্রশ্ন উঠছে. তাহলে কি পন্থই কার্তিকের বদলে বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন, না ফিট হয়ে মাঠে নামতে পারবেন ডিকে? ম্যাচের আগের দিন, মঙ্গলবার ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানান, কার্তিক দলের অনুশীলনে অংশগ্রহণ করেছিলেন। তবে তাঁর বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামা এখনও নিশ্চিত নয়। কাল এক পরীক্ষার পরেই কার্তিকের একাদশে খেলা বা না খেলার বিষয়ে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে।
দ্রাবিড়ের মতামত
সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন, 'আজ সকালে দীনেশ কার্তিক অনুশীলন করেছেন। তবে আমরা কাল আবার ওর ফিটনেস যাচাই করব। যেই সুযোগ পাক, আমরা সবসময় আমাদের খেলোয়াড়দের পাশে আছি।' ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তাও কার্তিকের বিষয়ে কথা বলতে গিয়ে সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'পিঠের নীচের অংশে যন্ত্রণা রয়েছে কার্তিকের। তবে সেটা গুরুতর কিছু বলে শুনিনি। আমাদের মেডিক্যাল টিম ওকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছে। হিট ট্রিটমেন্ট ও মাসাজ থেরাপি চলছে। তাতে ওর অস্বস্তি কেটে যাবে দ্রুত। তাই ও বিশ্বকাপের বাইরে চলে গিয়েছে বলা যায় না।'
কার্তিকের বদলে পন্থ?
দুরন্ত আইপিএলের সুবাদেই ভারতের বিশ্বকাপে দলে সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক। টি-টোয়েন্টিতে পন্থের খারাপ ফর্ম এবং আইপিএলে কার্তিকের ফিনিশারের ভূমিকায় দুরন্ত সাফল্যের সম্বন্বয়েই সম্ভবত পন্থের জায়গায় কার্তিক এখনও পর্যন্ত ভারতীয় একাদশে সুযোগ পেয়েছেন। তবে কার্তিক ফিট না হলে পন্থের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। আপাতত ভারতীয় দল নিজেদের গ্রুপে দুই ম্যাচ জিতে দ্বিতীয় স্থানৈে রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে জয় পেলে সেমিফাইনালের পথে টিম ইন্ডিয়া যে এক পা বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: কবে মাঠে ফিরবেন বুমরা? সেরা পেস অস্ত্রের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা