Ind vs Eng, ODI: করোনা বিধি ভেঙে সতর্কিত স্টোকস
একই সফরে দ্বিতীয় বার বলে থুতু লাগানোর কাণ্ড ঘটালেন ইংরেজ অলরাউন্ডার
পুণে: করোনা বিধি ভেঙে সতর্কিত হলেন বেন স্টোকস।
একই সফরে দ্বিতীয় বার বলে থুতু লাগানোর কাণ্ড ঘটালেন ইংরেজ অলরাউন্ডার। শুক্রবার ম্যাচের শুরুর দিকে স্লিপে দাঁড়িয়েছিলেন তিনি। চতুর্থ ওভারের দ্বিতীয় বলের পর এমন কাণ্ড ঘটান বেন স্টোকস। রিচি টপলের ওভারে এই ঘটনা ঘটে। বলে থুতু লাগিয়ে বসেন স্টোকস। সঙ্গে সঙ্গে বল জীবাণুমুক্ত করেন আম্পায়ার। সতর্কও করে দেওয়া হয় স্টোকসকে।
এর আগে আমদাবাদে নৈশালোকে গোলাপি বলের টেস্টেও বলে থুতু লাগিয়ে বিতর্কে জড়িয়েছিলেন স্টোকস। করোনা অতিমারির মধ্যে ক্রিকেট শুরু হলেও বেশ কিছু করোনাবিধি মেনে খেলতে হচ্ছে ক্রিকেটারদের। তার মধ্যে বলে থুতু লাগানোর ওপরে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। একই ম্যাচে তিন বার এমন কাণ্ড ঘটলে ৫ রানের পেনাল্টিও হতে পারে প্রতিপক্ষ দলের। লকডাউনের পর ক্রিকেট শুরু হলেও এমন বেশ কিছু নিয়ম মেনে চলছেন ক্রিকেটাররা। যদিও দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে সেই নিয়ম ভাঙলেন স্টোকস।
দ্বিতীয় একদিনের ম্যাচেও টসে জেতে ইংল্যান্ড। ভারতকে ব্যাট করতে পাঠান জস বাটলার। অইন মর্গ্যানের পরিবর্তে তাঁকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড। এদিন ম্যাচ হারলেও একটি মাইলফলক গড়লেন বিরাট কোহলিও। তিনি সেঞ্চুরি পাননি। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ৭৯ বলে ৬৬ রান করে আউট হয়ে যান। যদিও ব্যাট হাতে নতুন এক মাইলফলক তৈরি করলেন বিরাট কোহলি। প্রায় প্রতি ম্যাচেই নতুন নতুন কীর্তি গড়ছেন বিরাট। একের পর এক ব্যাটিং কীর্তি এখন জমা রয়েছে তাঁর ঝুলিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও বিরাট অসাধারণ দু'টি নজির গড়লেন। পুণের দ্বিতীয় একদিনের ম্যাচে ৭৯ বলে ৬৬ রান করে আউট হন কোহলি। অধিনায়কোচিত হাফসেঞ্চুরি করার পথে কোহলি অধিনায়ক হিসাবে গ্রেম স্মিথের একটি রেকর্ড পেরিয়ে গেলেন। ওয়ান ডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে সব চেয়ে বেশি রান করার নিরিখে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্যাপ্টেন গ্রেম স্মিথকে টপকে ৫ নম্বরে উঠে এলেন বিরাট।