Ind vs Eng, 2021: প্রয়াত বাসু পরাঞ্জপেকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে বিরাটরা
Ind vs Eng, 2021: ভারতীয় ক্রিকেটে বাসু পরাঞ্জপের অবদান অনস্বীকার্য। এবার তাই এই বিখ্যাত কোচকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে চতুর্থ টেস্টে খেলতে নামল বিরাট কোহলির দল।
ওভাল: সম্প্রতি প্রয়াত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার ও কোচ বাসু পরাঞ্জপে। গত সোমবার তাঁর মৃত্যু হয়েছিল। বয়স হয়েছিল ৮২ বছর। ভারতীয় ক্রিকেটে বাসু পরাঞ্জপের অবদান অনস্বীকার্য। এবার তাই এই বিখ্যাত কোচকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে চতুর্থ টেস্টে খেলতে নামল বিরাট কোহলির দল।
ভারতীয় ক্রিকেটের একজন স্বনামধন্য কোচ ছিলেন বাসু পরাঞ্জপে। তাঁর কোচিংয়ে খেলেছেন, এমনকী বলা ভাল তৈরি হয়েছেন সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকর, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গােপাধ্যায়, রাহুল দ্রাবিড়ের মতো তারকারা। ১৯৮৭ সালে ইন্দোরের অনূর্ধ্ব ১৫ জাতীয় ক্যাম্পে সৌরভ, সচিনদের নিজের হাতে পরিচর্যা করেছিলেন। রাহুল দ্রাবিড়কে কিপিংয়ে বেশি মন না দিয়ে ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে পরামর্শ দিয়েছিলেন বাসু পরাঞ্জপে। সুনীল গাওস্করের কোচও ছিলেন বাসু পরাঞ্জপে। তিনিই লিটল মাস্টারকে সানি নাম দিয়েছিলেন।