IND vs NZ 1st T20 LIVE: ব্যর্থ ওয়াশিংটনের লড়াই, ২১ রানে ম্যাচ জিতে টি-২০ সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড
IND vs NZ 1st T20 LIVE Score: রাঁচিতে টি-টোয়েন্টি ম্যাচে কখনও হারেনি ভারত। তিন ম্যাচ খেলে তিনটিই জিতেছে। সেই রেকর্ড কি আজ অক্ষুণ্ণ থাকবে?
LIVE
Background
রাঁচি: ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডকে (Ind vs NZ) হোয়াইটওয়াশ করার পর আজ শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি দ্বৈরথ। রাঁচিতে প্রথম ম্যাচে কেমন হবে ভারতের প্রথম একাদশ?
অনেকে অপেক্ষা করেছিলেন ফের কুলচা জুটিকে একসঙ্গে দেখার জন্য। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল - দুই স্পিনারকে দিয়ে বাজিমাত করবে ভারত, ভেবেছিলেন অনেকে। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট যা ইঙ্গিত দিয়েছে, তাতে দুজনের একসঙ্গে খেলার সম্ভাবনা নেই। কুলদীপ ও চাহালের মধ্যে যে কোনও একজন সুযোগ পেতে পারেন।
নজরে থাকবে শুভমন গিলের ফর্ম। ওয়ান ডে-তে স্বপ্নের দৌড় চলছে পাঞ্জাবের ক্রিকেটারের। তবে টি-টোয়েন্টিতে খেলেছেন মাত্র তিন ম্যাচ। গুজরাত টাইটান্সের হয়ে গত আইপিএলে নজর কেড়েছিলেন। টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন তিনি। যদিও সেখানে তাঁকে ইনিংস গঠনের দায়িত্বে দেখা গিয়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে দারুণ কিছু করতে পারেননি। তবে প্রায় ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন পৃথ্বী শ। শুভমন ব্যর্থ হলে যিনি টি-টোয়েন্টির জাতীয় দলে জায়গা করে নিতে পারেন।
নিউজিল্যান্ড শিবিরে চর্চায় থাকবেন ফিন অ্যালেন। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাঁকে মার্টিন গাপ্টিলের পরিবর্তে খেলানো হয়েছিল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাত্র ১৬ বলে ৪২ রান করেছিলেন। কিন্তু তারপর থেকে তাঁর ব্যাটে রানের খরা। পরের ৬টি টি-টোয়েন্টি ম্যাচে সব মিলিয়ে ৫৬ রান করেছেন। গড় মাত্র ৯.৩৩। তাঁর ওপর সফল হওয়ার প্রবল চাপ থাকবে।
মহেন্দ্র সিংহ ধোনির শহরে ভারতীয় দল চাইবে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে। রাঁচিতে টি-টোয়েন্টি ম্যাচে কখনও হারেনি ভারত। তিন ম্যাচ খেলে তিনটিই জিতেছে। সেই রেকর্ড কি আজ অক্ষুণ্ণ থাকবে?
Ind vs NZ Live: ১৫৫/৯ স্কোরে আটকে গেল ভারত
২৫ বলে হাফসেঞ্চুরি ওয়াশিংটন সুন্দরের। ২০ ওভারে ১৫৫/৯ স্কোরে আটকে গেল ভারত। ২১ রানে ম্যাচ জিতল নিউজিল্যান্ড।
Ind vs NZ Score Live: ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ১২৭/৮
রান আউট হয়ে গেলেন শিবম মাভি। লকি ফার্গুসনের বলে কট বিহাইন্ড কুলদীপ যাদব। মেডেন ওভার লকি ফার্গুসনের। ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ১২৭/৮।
Ind vs NZ T20 Live: ১০ রান করে স্টাম্পড হয়ে গেলেন দীপক হুডা
মিচেল স্যান্টনারের বলে ১০ রান করে স্টাম্পড হয়ে গেলেন দীপক হুডা। ১৬ ওভারের শেষে ভারতের স্কোর ১১৫/৬।
Ind vs NZ Live: ব্রেসওয়েলের বলে আউট হয়ে গেলেন হার্দিক
২০ বলে ২১ রান করে ব্রেসওয়েলের বলে আউট হয়ে গেলেন হার্দিক পাণ্ড্য। ১৩ ওভারের শেষে ভারতের স্কোর ৯০/৫।
Ind vs NZ Live Score Update: ৪৭ রান করে ফিরলেন সূর্যকুমার
বিরাট ধাক্কা ভারতের। ৩৪ বলে ৪৭ রান করে ফিরলেন সূর্যকুমার যাদব। ভারতের স্কোর ৮৩/৪।