Ind vs NZ 2nd T20I: অভিষেকেই নজর কাড়লেন হর্ষল, ছন্দে অশ্বিন, ১৫৩ রানে আটকে গেল নিউজিল্যান্ড
বল হাতে দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন ভারতীয় বোলাররা। যে লড়াইয়ে নেতৃত্ব দিলেন যিনি, শুক্রবারই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁর অভিষেক হল। হর্ষল পটেল। ৪ ওভারে মাত্র ২৫ রান খরচ করে ২ উইকেট তুলে নিলেন।
রাঁচি: ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার স্টেডিয়ামের বাইশ গজে বড় রান ওঠার পূর্বাভাস ছিল। নিউজিল্যান্ডের (New Zealand Cricket Team) দুই ওপেনার মার্টিন গাপ্টিল (Martin Guptill) ও ডারিল মিচেল (Daryll Mitchell) ৪ ওভারে ৪৮ রান তুলে দেওয়ার পর মনে হচ্ছিল, সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে যেতে চলেছে। মনে করা হচ্ছিল, দুশোর কাছাকাছি রান তুলবেন কিউয়িরা।
যদিও শেষ পর্যন্ত ১৫৩/৬ স্কোরে আটকে গেল নিউজিল্যান্ড। বল হাতে দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন ভারতীয় বোলাররা (Indian Cricket Team)। যে লড়াইয়ে নেতৃত্ব দিলেন যিনি, শুক্রবারই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে তাঁর অভিষেক হল। হর্ষল পটেল (Harshal Patel)। ৪ ওভারে মাত্র ২৫ রান খরচ করে ২ উইকেট তুলে নিলেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলা মিডিয়াম পেসার। একই সঙ্গে ছন্দে আর অশ্বিন (R Ashwin)। তামিলনাড়ুর অফস্পিনার ৪ ওভারে খরচ করলেন মাত্র ১৯ রান। তুলে নিলেন ১ উইকেট। রাঁচিতে জিতে ম্যাচ ও সিরিজ পকেটে ঢোকাতে রোহিত শর্মাদের (Rohit Sharma) লক্ষ্য ১৫৪ রানের।
টস জিতে শুক্রবার নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের শুরুটা ভাল হয়েছিল। তবে মার্টিন গাপ্টিলকে (১৫ বলে ৩১ রান) ফিরিয়ে কিউয়ি শিবিরে প্রথম ধাক্কাটা দেন দীপক চাহার। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৫৩/৬ স্কোরে আটকে যায় নিউজিল্যান্ড।
আরও পড়ুন: মিস্টার ৩৬০ ডিগ্রি? সূর্যকুমারের শটের বৈচিত্র্যে উচ্ছ্বসিত দীর্ঘদিনের সতীর্থ
শুক্রবার রাঁচিতে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার মাঠে সিরাজকে ছাড়াই নেমেছে ভারতীয় দল। তাঁর পরিবর্তে খেলছেন হর্ষল পটেল (Harshal Patel)। আইপিএলে (IPL) যিনি সিরাজেরই সতীর্থ। দুজনই একসঙ্গে খেলেন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (Royal Challengers Bangalore)। শুক্রবারই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হল হর্ষলের।
ভারতীয় বোর্ড (BCCI) থেকে জানানো হয়েছে যে, সিরাজের বাঁহাতের চেটোয় ওয়েব স্প্লিট হয়েছে। অর্থাৎ, হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ ও তর্জনীর মধ্যেকার যে অংশ থাকে, সেখানে কেটে ক্ষত তৈরি হয়েছে। জানা গেল, জয়পুরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিজের বলেই ফিল্ডিং করার সময় এই চোট পান সিরাজ। ভারতীয় শিবির থেকে জানানো হল যে, বোর্ডের চিকিৎসকরা সিরাজের চোটের ওপর নজর রেখেছেন।