(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs PAK Hockey Live Streaming: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে আজ কখন, কোথায় দেখবেন ভারত-পাক দ্বৈরথ?
IND vs PAK Hockey: পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছেন হরমনপ্রীত, মনপ্রীতরা। তবে পাকিস্তান দলের হেডকোচও কোর্টের লড়াইয়ে নামার আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ভারতীয় দলকে।
চেন্নাই: আজ হকিতে মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs Pakistan)। চিরপ্রতিদ্বন্দ্বী ২ দেশ এবার হকির মঞ্চে মুখোমুখি হতে চলেছে ফের। দক্ষিণ কোরিয়ার (South Korea) বিরুদ্ধে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল (indian Hockey Team)। যার ফলে গ্রুপ পর্বে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছেন হরমনপ্রীত, মনপ্রীতরা। তবে পাকিস্তান দলের হেডকোচও কোর্টের লড়াইয়ে নামার আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ভারতীয় দলকে।
কাদের ম্যাচ?
আজ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারত বনাম দক্ষিণ কোরিয়া হকি ম্যাচ
কোথায় খেলা?
মেয়র রাধাকৃষ্ণণ স্টেডিয়াম, চেন্নাই
খেলা শুরু হবে রাত ৮.৩০ থেকে
কোথায় দেখবেন ম্যাচ?
টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে
অনলাইন স্ট্রিমিং
হটস্টার মোবাইল অ্যাপে ও ফ্যানকোড অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
পাকিস্তান শিবির এই মুহূর্তে একটু চাপেই আছে। পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে তারা। সেমিফাইনালে জায়গা পেতে হলে ভারতের বিরুদ্ধে জয় তো পেতেই হবে পাক দলকে। এমনকী এদিন বিকেলে জাপান বনাম চিন ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের।
ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ। সে রাজনীতির মঞ্চ হোক বা খেলাধূলো। ক্রিকেট হোক বা হকি। সবেতেই আলাদা উত্তেজনা, উন্মাদনা বহন করে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ((Indian Hockey Team) মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। আর মাঠের লড়াইয়ের আগেই স্নায়ুর যুদ্ধ যেন শুরু হয়ে গেল। ভারতে পা রেখেই হরমনপ্রীতদের হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার মাঠের লড়াইয়ে নামার আগে পাকিস্তান দলের হেডকোচ মুহাম্মদ সাকলিন জানিয়ে দিলেন যে ভারতের দুর্বলতা কোথায় তা জানে পাক শিবির। এক সাক্ষাৎকারে পাক কোচ বলেছেন, ''হরমনপ্রীত সিংহ ও অন্যান্য সেন্টার ফরোয়ার্ড যারা আছেন, তাঁরা প্রত্যেকেই বিশ্বের অন্য়তম সেরা প্লেয়ার। কিন্তু এটাও ঠিক যে ভারতীয় দলের দুর্বলতা কোথায়। তা আমরা জানি। তবে আমাদের পুরো ম্যাচে বুদ্ধি খাটিয়ে খেলতে হবে।''
নিজেদের প্রথম ম্যাচে চিনকে উড়িয়ে দিয়েছে ভারত। ৭-২ গোলে চিনকে হারানোর পরের ম্যাচেই অবশ্য জাপানের সঙ্গে ড্র করেছিল ভারত। এরপর মালয়েশিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নেন হরমনপ্রীতরা। মালয়েশিয়াকে ৫-০ গোলে বিপর্যস্ত করে ভারতীয় দল। আর এই জয়ের ফলেই লিগ তালিকার একেবারে শীর্ষে চলে যায় ভারতীয় হকি দল।