IND vs SA Probable XI: শ্রেয়সের পরিবর্তে কি পাতিদার? কেমন হতে পারে ভারত ও দক্ষিণ আফ্রিকার একাদশ?
IND vs SA: সিরিজ বাঁচিয়ে রাখতে জিততেই হবে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে কেমন হতে পারে ভারত ও দক্ষিণ আফ্রিকার একাদশ?
![IND vs SA Probable XI: শ্রেয়সের পরিবর্তে কি পাতিদার? কেমন হতে পারে ভারত ও দক্ষিণ আফ্রিকার একাদশ? IND vs SA ODI Probable XI: India to play against South Africa know probable playing XI of both teams IND vs SA Probable XI: শ্রেয়সের পরিবর্তে কি পাতিদার? কেমন হতে পারে ভারত ও দক্ষিণ আফ্রিকার একাদশ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/18/628db963eb5b0fe7fd7118adada6b60f170291753869150_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
এবেখা: ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার মাঠে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সিরিজে ১-০ এগিয়ে ভারত, এই পরিস্থিতিতে ভারত-দক্ষিণ আফ্রিকা (IND vs SA) দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ এবেখায়। মঙ্গলবার জিতলেই সিরিজ ভারতের। সিরিজ বাঁচিয়ে রাখতে জিততেই হবে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে কেমন হতে পারে ভারত ও দক্ষিণ আফ্রিকার একাদশ?
টেস্ট সিরিজের আগে শ্রেয়স আইয়ারকে তরতাজা রাখতে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে দ্বিতীয় ওয়ান ডে-র দলে রয়েছেন রজত পাতিদার। একাদশেও শ্রেয়সের পরিবর্তে পাতিদারের খেলার সম্ভাবনা রয়েছে। বাকি দলে খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। এবেখার মন্থর পিচে কেশব মহারাজ ও তাবারেজ শামসি - দুই স্পিনারই খেলতে পারেন প্রোটিয়া একাদশে।
ভারতের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, বি সাই সুদর্শন, রজত পাতিদার, তিলক বর্মা, কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সঞ্জু স্যামসন, অক্ষর পটেল, অর্শদীপ সিংহ, আবেশ খান, কুলদীপ যাদব ও মুকেশ কুমার।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: রিজা হেনড্রিকস, টোনি দি জোর্জি, রাসি ফান দার দাসেন, এইডেন মারক্রাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, আন্দাইল ফেলুকাও, উইয়ান মাল্ডার, নান্দ্রে বার্গার, কেশব মহারাজ ও তাবারেজ শামসি।
মঙ্গলবারের ম্যাচ দিন-রাতের। ভারতীয় সময়ে ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৪টেয়। গত চার বছরেরও বেশি সময় এবেখায় কোনও ওয়ান ডে ম্য়াচ হয়নি। তবে এই মাঠে খুব একটা বড় রানের ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই। গত ১২ বছরে আটটি ওয়ান ডে ম্য়াচে কোনও তিনশো রানের ম্যাচ হয়নি। দক্ষিণ আফ্রিকার মাঠগুলির মধ্যে সবচেয়ে মন্থর উইকেট এবেখাতেই। ভারতীয় শিবির (Team India) তাই চাইবে এবেখাতেই সিরিজের ফয়সালা সেরে ফেলা। ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলা এক ম্যাচ বাকি থাকতেই।
দক্ষিণ আফ্রিকাকে সিরিজ জিততে হলে পরের দুই ম্যাচ জিততেই হবে। তা নাহলে গত আড়াই বছরের মধ্যে ঘরের মাঠে চারটি ওয়ান ডে সিরিজ হারবেন প্রোটিয়ারা। যে রেকর্ড মোটেও খুব একটা আশাব্যঞ্জক হবে না দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য।
প্রথম ওয়ান ডে-তে দুই শিবিরের দুই নবাগত নজর কেড়ে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গার। যিনি গতি ও স্যুইংয়ের যুগলবন্দিতে ভবিষ্যতের ভরসা হয়ে ওঠার স্বপ্ন দেখিয়েছেন। অন্যদিকে সাই সুদর্শন জোহানেসবার্গেই কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ওয়ান ডে-তে নেমেছিলেন। আর অভিষেকের মঞ্চেই হাফসেঞ্চুরি করে জ্বলে ওঠেন। দ্বিতীয় ম্যাচেও এই দুজনের দিকেই নজর থাকবে।
সম্প্রতি ওয়ান ডে ক্রিকেটে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং রেকর্ড লজ্জাজনক। রবিবার জোহানেসবার্গে ১১৬ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। যা ভারতের বিরুদ্ধে শেষ তিনটি ওয়ান ডে ম্যাচে প্রথমবার তাদের একশো পেরনোর নজির। আগের দু'ম্যাচে একশোও তুলতে পারেনি।
আরও পড়ুন: সবচেয়ে সুন্দর পাগলামির এক বছর... বিশ্বকাপ জেতার বর্ষপূর্তিতে আবেগপূর্ণ বার্তা মেসির
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)