(Source: ECI/ABP News/ABP Majha)
Ind vs SL Match Highlights: রোহিতের মঞ্চে রাহুলের রোশনাই, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ ভারতের
Eden Gardens: রোহিতের মঞ্চে জ্বলে উঠলেন কে এল রাহুল। চাপের মুখে দুরন্ত হাফসেঞ্চুরি করলেন। ভারতকে জেতালেন ম্যাচ। ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ওয়ান ডে সিরিজ জিতে গেল ভারত।
সন্দীপ সরকার, কলকাতা: বলা হয় মহম্মদ আজহারউদ্দিন ও ভি ভি এস লক্ষ্মণের পর কাউকে যদি ইডেন গার্ডেন্স হাত উপুড় করে দিয়ে থাকে, তাহলে তিনি রোহিত শর্মা। ঘরোয়া ক্রিকেট হোক কী আন্তর্জাতিক, আইপিএল হোক বা জাতীয় দল, রোহিত আর ইডেন মানেই যেন জমজমাট রসায়ন।
সেই রোহিত বৃহস্পতিবার ব্যাটে রান পেলেন না। মাত্র ১৭ করে ফিরলেন। আর রোহিতের মঞ্চে জ্বলে উঠলেন কে এল রাহুল। চাপের মুখে দুরন্ত হাফসেঞ্চুরি করলেন। ভারতকে জেতালেন ম্যাচ। ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ওয়ান ডে সিরিজ জিতে গেল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই। রোহিতের হাতে ট্রফি ওঠা নিশ্চিত হয়ে গেল। যা দেখেশুনে ভারতীয় ক্রিকেট মহলের মত, কে বলেছে রোহিত ইডেন থেকে খালি হাতে ফিরছেন? আরও একটা ট্রফি যে পয়মন্ত মাঠেই নিশ্চিত করে ফেললেন ক্যাপ্টেন রোহিত।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দাসুন শনাকা। শ্রীলঙ্কার অধিনায়ক পরিচিত ছকেই হেঁটেছিলেন। কারণ, ইডেনে সাম্প্রতিক সময়ে প্রথমে ব্যাট করা দলই ম্যাচ জিতেছে। সেই কৌশলই নিতে চেয়েছিলেন শনাকা।
কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ধাক্কা খেল সেই পরিকল্পনা। ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে টি-টেন ক্রিকেট চালু হয়ে গিয়েছে বিভিন্ন দেশে। ১০ ওভার করে ইনিংস খেলে দুই দল। বৃহস্পতিবার ইডেনে ১০.২ ওভার বাকি থাকতে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। ভারতের সামনে মাত্র ২১৬ রানের লক্ষ্য দিয়ে।
সকলে ধরেই নিয়েছিলেন যে, বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলরা যেরকম ফর্মে আছেন, তাতে লক্ষ্যপূরণ হওয়া খুব একটা কঠিন হবে না। কিন্তু কথায় আছে না, ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা! তা নাহলে এত স্বল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬১/৫ হয়ে যাওয়ার আর কীই বা ব্যাখ্যা থাকতে পারে?
ভারতের হাতে একজন মহম্মদ শামি আছেন। যিনি স্যুইংয়ের ওস্তাদ। একজন উমরন মালিক আছেন। যিনি নিয়মিত ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিতে বল করছেন। একজন কুলদীপ যাদব আছেন। যাঁর চায়নাম্যান স্পিন এখনও অনেকে কাছে রহস্য। শ্রীলঙ্কার বোলিং আক্রমণে সেরকম কোনও বড় নামই নেই। চামিকা করুণারত্নে, লাহিরু কুমারাদের আছে শুধু জেদ আর লাইন-লেংথে নিয়ন্ত্রণ। তা দিয়েই ভারতীয় ব্যাটিংয়ের টুঁটি চেপে ধরেছিলেন।
শেষরক্ষা করলেন রাহুল। চাপের মুখে ক্রিজ কামড়ে পড়ে রইলেন। এদিনের ১০৩ বলে ৬৪ রান সেঞ্চুরির চেয়ে কোনও অংশে কম নয়। শেষ পর্যন্ত অপরাজিত থেকে তিনি ম্যাচ বার করলেন। শেষ দিকে কুলদীপ যাদব ১০ বলে ডাকাবুকো ১০ রান করে ড্রেসিংরুমে হাসি ফোটালেন। ৪০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল ভারত। ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ।
আরও পড়ুন: Exclusive: কলকাতায় আচমকা অসুস্থ দ্রাবিড়, রাতে টিমহোটেলেই পাঠানো হয় জরুরি ওষুধ