এক্সপ্লোর
ওয়াংখেড়েতে সিরিজের নির্নায়ক ম্যাচে ত্রুটি শুধরে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ভারতের
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে ভারতীয় দলের বহু ফাঁকফোকর সামনে এসেছে। এবার সিরিজের নির্নায়ক ম্যাচে মুম্বইয়ে দুর্বলতা শুধরে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য বিরাট কোহলির দলের। তিরুবনন্তপুরমের ম্যাচে ভারতকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়ে এনেছে ওয়েস্ট ইন্ডিজ।

মুম্বই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে ভারতীয় দলের বহু ফাঁকফোকর সামনে এসেছে। এবার সিরিজের নির্নায়ক ম্যাচে মুম্বইয়ে দুর্বলতা শুধরে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য বিরাট কোহলির দলের। তিরুবনন্তপুরমের ম্যাচে ভারতকে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়ে এনেছে ওয়েস্ট ইন্ডিজ। মুম্বইয়ের ম্যাচে নজর থাকবে অফ-স্পিনার ওয়াশিংটন সুন্দর ও উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের মতো তরুণ খেলোয়াড়দের ওপর। ওয়াংখেড়েতে ঋষভের খেলা নিয়ে বড়সড় কোনও সংশয় নেই। তবে ওয়াশিংটনকে টিম ম্যানেজমেন্ট প্রথম একাদশে রাখবে না, চায়নাম্যান কুলদীপ যাদবকে সুযোগ দেবে, তা নিয়ে আগ্রহ থাকবে। ওয়াশিংটনের ফিল্ডিং নিয়েও চিন্তা রয়েছে টিম ম্যানেজমেন্টের। গত ম্যাচে লেন্ডল সিমন্সের একটি সিটার মিস করেন তিনি। সেই সিমন্সেকই ৪৫ বলে ৬৭ রানের ইনিংস ওয়েস্ট ইন্ডিজের জয়ের ভিত গড়ে দেয়। ঋষভের কাছে কিন্তু পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠছে। একটা সময় যে ফর্মের কারণে তাঁকে মহেন্দ্র সিংহ ধোনির উত্তরসূরী হিসেবে ভাবা হচ্ছিল, সেই ফর্মের ঝলক দেখা যায়নি গত কয়েকটি ম্যাচে। তাঁর পারফরম্যান্স নিয়ে সমালোচক মহলে কাটাছেঁড়া চলছেই। তবে সামগ্রিক বিচারে সিরিজে ভারতের ব্যাটিং নিয়ে ততটা সমস্যা নেই, যতটা রয়েছে বোলিং বিভাগ নিয়ে। সিরিজের প্রথম দুটি ম্যাচে রান দিয়েছেন ভারতের দুই পেসার দীপক চাহর ও ভুবনেশ্বর কুমার। মেন ইন ব্লু ব্রিগেডের ফিল্ডিংয়ের মানও খুব একটা ভালো ছিল না। ক্যাচ মিস, মিস ফিল্ডের বহর দেখে কোহলি বলেছেন, পারফরম্যান্সের উন্নতি না ঘটলে কোনও স্কোরই পর্যান্ত নয়। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তনের পর ওয়েস্ট ইন্ডিজের নজর এবার থাকবে সিরিজ জয়ের দিকে। ২০১৬-র টি ২০ বিশ্বকাপের সেমিফাইনাল ওয়াংখেড়েতেই খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিল তারা। এরপর ট্রফিও জিতে নিয়েছিল মেরুন ব্রিগেড।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















