IND vs WI T20I squad: প্রত্যাশামতোই বিশ্রাম কোহলিকে, নেতৃত্বে রোহিত, ফিরতে পারেন রাহুল
IND vs WI T20I: ভারতীয় দলের সহ-অধিনায়ক কে এল রাহুলের চোট পুরোপুরি সেরে গেলে, এই সিরিজেই তাঁকে ফের জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যেতে পারে।
মুম্বই: প্রত্যাশা ছিলই, সেই মতোই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে (India tour of West Indies) ওয়ান ডে সিরিজের পর, টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রাম দেওয়া হল প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli)। আজ বৃহস্পতিবারই ক্যারিবিয়ান সফরে পাঁচ টি-টোয়েন্টির জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। সেই দলে বিরাট কোহলির পাশাপাশি যশপ্রীত বুমরাকেও বিশ্রাম দেওয়া হয়েছে।
অবশ্য ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হলেও, টি-টোয়েন্টিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই (Rohit Sharma)। দলে রয়েছেন ঋষভ পন্থও। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জায়গা না পেলেও, এই সফরে ফের ভারতীয় দলে ডাক পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় দলের সহ-অধিনায়ক কে এল রাহুল গত মাসেই জার্মানিতে গিয়ে তাঁর সার্জারি করিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রাক্কালে তিনি ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন। এরপর ইংল্যান্ড সফরেও খেলতে পারেননি রাহুল। তবে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন রাহুল। যদি পুরোপুরি ফিট হয়ে ওঠেন, তাহলেও তাঁকেও ২৯ জুলাই থেকে শুরু এই সিরিজে খেলতে দেখা যাবে।
Rohit Sharma (C), I Kishan, KL Rahul*, Suryakumar Yadav, D Hooda, S Iyer, D Karthik, R Pant, H Pandya, R Jadeja, Axar Patel, R Ashwin, R Bishnoi, Kuldeep Yadav*, B Kumar, Avesh Khan, Harshal Patel, Arshdeep Singh.
— BCCI (@BCCI) July 14, 2022
*Inclusion of KL Rahul & Kuldeep Yadav is subject to fitness.
রাহুলের মতো ভারতীয় দলের বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদবও প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের আগেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। তাঁকেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে। তবে রাহুল ও কুলদীপের এই সিরিজে খেলাটা পুরাটাই তাঁদের ফিটনেসের উপরই নির্ভরশীল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পেতে দুই তারকাকেই কিন্তু দ্রুত ফিটনেস ফিরে পেয়ে নিজেদের প্রমাণ করতে হবে। অবশ্য বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হলেও, বিশ্বকাপে তাঁর জায়গা নিয়ে কিন্তু এই স্কোয়াড নির্বাচনের পর একটা প্রশ্নচিহ্ন থেকেই গেল।
আরও পড়ুন: ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ২০ বছর পূর্তি, ব্রিটিশ পার্লামেন্ট সংবর্ধিত সৌরভ