IND-W vs SL-W, 3rd ODI: শ্রীলঙ্কাকে দুরমুশ করে ওয়ান ডে সিরিজ জিতল ভারত
Ind vs SL: ওয়ান ডে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিলেন হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)। এবার নিয়ম রক্ষার তৃতীয় ওয়ান ডে ম্যাচেও শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দলকে হারাল ভারত।
পাল্লেকেলে: ওয়ান ডে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিলেন হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)। এবার নিয়ম রক্ষার তৃতীয় ওয়ান ডে ম্যাচেও শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দলকে হারাল ভারত (Ind vs SL)। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইওয়াশ করল ভারতের মহিলা ক্রিকেট দল।
পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৫৫ রান তোলে। হাফসেঞ্চুরি করেন শেফালি বর্মা ও পূজা বস্ত্রকার। অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন শেফালি বর্মা। ভারতের হয়ে সব থেকে বেশি ৭৫ রান করে আউট হন হরমনপ্রীত। ৮৮ বলের ইনিংসে তিনি ৭টি চার ও ২টি ছক্কা মারেন। পূজা ৩টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন। শেফালি ৪৯ রান করে মাঠ ছাড়েন। ৫০ বলের ইনিংসে তিনি ৫টি বাউন্ডারি মারেন।
View this post on Instagram
এছাড়া ইয়াস্তিকা ভাটিয়া করেন ৩৮ বলে ৩০ রান। তিনি ৫টি বাউন্ডারি মারেন। স্মৃতি মান্ধানা ৬, হার্লিন দেওয়ল ১, দীপ্তি শর্মা ৪ ও রিচা ঘোষ ২ রান করে আউট হন। শ্রীলঙ্কার হয়ে ২টি করে উইকেট নেন ইনোকা, রেশমি ও আতাপাত্তু।
পাল্টা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা একসময় ১৫৫ রানে ৮ উইকেট হারিয়ে বসে। তবে টেলএন্ডারদের সঙ্গে নিয়ে নীলাক্ষী দলকে ২০০ রানের গণ্ডি পার করান। শেষমেশ শ্রীলঙ্কা ৪৭.৩ ওভারে ২১৬ রানে অল আউট হয়ে যায়। ৩৯ রানে ম্যাচ জিতে ৩-০ ব্যবধান নিশ্চিত করে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: প্রাণ বাঁচিয়েছিলেন ভক্তের, ২ বছর পর বাংলাদেশে ফের সুপারফ্যানকে দেখে কী বলেন ধোনি?