এক্সপ্লোর
হকি: মালয়েশিয়াকে ৪-২ গোলে হারাল ভারত

মেলবোর্ন: মেলবোর্নে অনুষ্ঠিত চার দেশের হকি প্রতিযোগিতায় মালয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিল ভারত৷ জোড়া গোল নিক্কিন থিমাইয়ার৷ খেলার শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিল অল্টসম্যান ব্রিগেড৷ খেলার ২৪ মিনিটে নিক্কিনের গোলে এগিয়ে যায় ভারত৷ ৩৯ মিনিটে মালয়েশিয়া সমতা ফেরালেও পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে ২-১ করেন রুপিন্দর পাল সিংহ৷ খেলার শেষ কোয়ার্টারের শুরুতেই ২-২ করে মালয়েশিয়া৷ এরপর খেলার ৫৫ ও ৫৬ মিনিটে নিক্কিন ও আকাশদীপ সিংহের গোলে ৪-২-এ জয় ছিনিয়ে নেয় ভারত৷ পরের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















