এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানের বিরুদ্ধে ভারতই এগিয়ে, দাবি স্টিফেন ফ্লেমিংয়ের
মুম্বই: আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতই এগিয়ে। এমনই মনে করছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। তিনি বলেছেন, ‘ভারতীয় দলে অভিজ্ঞতাসম্পন্ন ভাল খেলোয়াড় আছে। পাকিস্তানে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। দলটা তৈরি হচ্ছে। ওদের সম্পর্কে আগাম কিছু বলা কঠিন। তরুণ দল হওয়ায় পাকিস্তান ধারাবাহিক নয়। এখানেই ভারত এগিয়ে। ভারতীয় দলের ক্রিকেটাররা একসঙ্গে অনেকদিন ধরে খেলছে। দলটা পুরোপুরি তৈরি।’
পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচেই শুধু নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ক্ষেত্রেও ভারতকে ফেভারিট মনে করছেন আইপিএল-এ রাইজিং পুণে সুপারজায়ান্টের কোচ ফ্লেমিং। তাঁর মতে, আইপিএল-এ যশপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ড্য দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। শিখর ধবন, বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মার মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও আছেন ভারতীয় দলে। অজিঙ্ক রাহানেও অসাধারণ ক্রিকেটার। ২০১৩ সালে যে দলটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, তার চেয়েও ভারতের বর্তমান দল অনেক বেশি অভিজ্ঞ।
তবে ভারতীয় ক্রিকেটাররদের প্রশংসা করলেও, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে দেখছেন না ফ্লেমিং। তিনি বলেছেন, ‘ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই চারটি দলই এই মুহূর্তে সেরা। তবে ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement