আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় জীবনের সেরা র্যাঙ্কিং অর্জন করলেন রাহুল, ধবন
দুবাই: শ্রীলঙ্কা সফরে দুরন্ত পারফরম্যান্সের জের। টেস্ট কেরিয়ারের সেরা র্যাঙ্কিং অর্জন করলেন লোকেশ রাহুল ও শিখর ধবন।
সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম দশে জায়গা করে নিয়েছেন ভারতীয় টেস্ট ওপেনার রাহুল। তিনি রয়েছেন নবম স্থান। অপর ওপেনার শিখর ধবন ১০ ধাপ উঠে রয়েছেন ২৮ তম স্থানে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে পাল্লেকেলে তৃতীয় তথা শেষ টেস্ট ১১৯ রান করেন বাঁ-হাতি ধবন। তিন টেস্টে দুটি শতরান সহ তিনি ৩৫৮ রান করেন। তাঁর দুরন্ত পারফরম্যান্সের দৌলতে সিরিজ সেরা নির্বাচিত হন ধবন।
পাশাপাশি, ৪৫ ধাপ এগিয়ে ৬৮ স্থান দখল করেছেন অল-রাউন্ডার হার্দিক পাণ্ড্য। অন্যদিকে, বোলারদের তালিকাতেও এগিয়েছেন মহম্মদ শামি ও উমেশ যাদব।
এক ধাপ উঠে ১৯ তম স্থান দখল করেছেন শামি। উমেশ রয়েছেন ২১ তম স্থানে। এছাড়া, রবীন্দ্র জাডেজার জায়গায় দলে আসা কুলদীপ যাদব ২৯ ধাপ উঠে ৫৮ তম স্থানে রয়েছেন।
এদিকে, শেষ টেস্ট থেকে সাসপেন্ড হওয়ার ফলে অল-রাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান হারালেন জাডেজা। তাঁর ৬ পয়েন্ট কাটা যাওয়ায় ফের শীর্ষে চলে গেলেন শাকিব আল হাসান।
দলগত বিভাগে তালিকার শীর্ষে রয়েছে ভারত।