এক্সপ্লোর
ভারত বনাম আফগানিস্তান, বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ যুবভারতীতে?
সব ঠিকঠাক থাকলে আরও একটি বিশ্বকাপ কোয়ালিফায়ার পেতে চলেছে যুবভারতী।

রক্তিম ঘোষ, কলকাতা: বাংলার ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। সব ঠিকঠাক থাকলে আরও একটি বিশ্বকাপ কোয়ালিফায়ার পেতে চলেছে যুবভারতী।
গত বছর ১৫ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলেছিল সুনীল ছেত্রীর ভারত। ম্যাচের ফল ছিল ১-১। বাংলাদেশের হয়ে ৪২ মিনিটে গোল করেছিলেন মহম্মদ সাদ উদ্দিন। গ্রুপ ই-এর ওই ম্যাচে ৮৮ মিনিটে আদিল খানের গোলে হার বাঁচিয়েছিল ভারত। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন সূত্রের খবর অনুযায়ী রাজ্যের ফুটবল কর্মকার্তারা সর্বভারতীয় সংগঠনের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন। অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তারা সবুজ সঙ্কেত দিলেই ভারত-আফগানিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে যুবভারতীতে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















