এক্সপ্লোর
Advertisement
India vs Australia: মজাদার ভিডিও-সাইনির বলে আঘাত পাওয়ার পর ফিঞ্চের পেটে রাহুলের কাতুকুতু!
আসলে ব্যাপারটা হয়েছে কী, আইপিএল টুর্নামেন্ট ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় সম্পর্ক বদলে দিয়েছে রাতারাতি। আগে মাঠের ভিতর দুই দলের বৈরিতার ঝাঁঝই বেশি করে চোখে পড়ত। মাঝে মধ্যেই কথার লড়াইয়ে মাঠ উত্তপ্ত হয়ে উঠত।
নয়াদিল্লি: ভারত-অস্ট্রেলিয়ার চলতি সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে রানের বন্যার মধ্যেই বিশেষ একটি ঘটনা নজর কেড়ে নিয়েছে। অস্ট্রেলিয়ার ইনিংসের ১২ তম ওভারে ওই ঘটনা ঘটে। অজি ক্যাপ্টেন ফিঞ্চকে ভয়ানক এক ফুল টসে আহত করেন নভদীপ সাইনি। বল সরাসরি আঘাত করে ফিঞ্চের পেটে, আর ব্যথায় কাতরে ওঠেন তিনি। এমন সময়েই ফিঞ্চের আরসিবি টিমমেট যুজবেন্দ্র চাহাল এবং কিংস ইলেভেনের অধিনায়ক ক্যাপ্টেন কেএল রাহুলকে দেখা যায় এগিয়ে আসছেন ফিঞ্চের দিকে। তাঁরা খোঁজ নেন চোট গুরুতর কিনা! ক্ষমা চেয়ে নেন সাইনিও। ফিঞ্চ তখন ব্যথা কমাতে বিশ্রাম নিচ্ছিলেন। চোট সামলে ওঠার পরই রাহুল ফিঞ্চের পেটে কাতুকুতু দেওয়ার চেষ্টা করেন। ফিঞ্চও পাল্টা মজার ছলে পালটা রাহুলের পেটে ঘুষি চালানোর ভাব করেন। আর তা দেখে ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর এবং হর্ষ ভোগলে বলেন, অতীতে দুই দল যেভাবে মাঠে বিদ্বেষপূর্ণ আচরণ করত, তা আর নেই। এখন বন্ধুত্বের পরিবেশ রাখছে তারা।
আসলে ব্যাপারটা হয়েছে কী, আইপিএল টুর্নামেন্ট ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় সম্পর্ক বদলে দিয়েছে রাতারাতি। আগে মাঠের ভিতর দুই দলের বৈরিতার ঝাঁঝই বেশি করে চোখে পড়ত। মাঝে মধ্যেই কথার লড়াইয়ে মাঠ উত্তপ্ত হয়ে উঠত। কিন্তু আইপিএলের ফলে এখন মাঠের বাইরের কথার লড়াই তো দূরের কথা, মাঠের মধ্যে অজিদের পরিচিত স্লেজিংও উধাও।আইপিএলে নিয়মিত বিশ্বের ক্রিকেটাররা খেলে থাকেন ভারতীয়দের টিম-মেট হিসাবে। আইপিএলে খেলার সুবাদে ভারতীয় ক্রিকেটারদের বন্ধু বৃত্তেও ঢুকে পড়েছেন বিদেশি ক্রিকেটাররা। এখন আন্তর্জাতিক ম্যাচ চলাকালীনই পরস্পরের সঙ্গে লেগপুল করে থাকেন প্রত্যেকে। এমনই এক ঘটনার সাক্ষী থাকল সিডনিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। প্রথম ম্যাচেও এমন পরিবেশ দেখা গিয়েছে। খেলা চলাকালীন ডেভিড ওয়ার্নারকে হার্দিক পান্ডিয়ার জুতোর ফিতে বেঁধে দিতে দেখা গিয়েছে। ফিস্ট পাঞ্চে একে অপরের প্রতি ভালবাসা দেখান দুই তারকা।এখন দুই দেশের মধ্যে খেলার উত্তেজনার পাশাপাশি বন্ধুত্ব-ও খুব বেশি রকম চোখে পড়ছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement