এক্সপ্লোর
টি ২০-তে দলে এলেন বরুণ চক্রবর্তী, টেস্টে সিরাজ, সীমিত ওভারের দুই স্কোয়াডেই নেই ঋষভ পন্থ, রাহুলেই আস্থা নির্বাচকদের
টেস্টে ঋষভ পন্থের সঙ্গে উইকেটরক্ষক হিসেবে থাকছেন বাংলার ঋদ্ধিমান সাহা।

নয়াদিল্লি: আইপিএল চলাকালেই অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। অস্ট্রেলিয়া সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত। টি ২০, ৫০ ওভার ও টেস্ট দলের স্কোয়াড এদিন ঘোষণা হয়েছে। পাঁচ দিনের দলে জায়গা করে নিলেন পেসার মহম্মদ সিরাজ, টি ২০-তে বরুণ চক্রবর্তী। অন্যদিকে, সীমিত ওভারের দুই দলেই জায়গা খোয়ালেন ঋষভ পন্থ। তাঁকে শুধু রাখা হয়েছে টেস্ট দলে। সীমিত ওভারের ক্রিকেটে গ্লাভস হাতে যে নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট কেএল রাহুলের ওপরই নির্ভর করছে, তা দিনের আলোর মতো স্পষ্ট। মহেন্দ্র সিংহ ধোনির উত্তরসূরী হিসেবে একটা সময় ঋষভ পন্থকে নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং এখনও চলছে। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ পেয়েও সেভাবে কাজে লাগাতে পারেননি তিনি। সেজন্য গত কয়েকটি সীমিত ওভারের সিরিজে গ্লাভস হাতে দেখা গিয়েছিল রাহুলকে। উইকেটকিপিং তো বটেই, ব্যাট হাতেও ঝকমকে দেখিয়েছে তাঁকে। যে কোনও পজিশনেই ব্যাট করতে সক্ষম রাহুল। ব্যাটসম্যান হিসেবে তিনি ম্য়াচ উইনার। উইকেটকিপিংয়ের বাড়তি দায়িত্ব সামলে তিনি খেলে দিতে পারবেন বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটি। আর রাহুল এই জোড়া ভূমিকা পালন করলে দলের প্রথম একাদশের কম্বিনেশন সুবিধা মতো বদলে নেওয়া যেতে পারে। খেলানো যেতে পারে বাড়তি ব্যাটসম্যান বা বোলারকে। এ কথা মাথায় রেখেই সম্ভবত রাহুলের ওপরই আস্থা রাখলেন নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট। একদিনের স্কোয়াডে আর কোনও বিকল্প উইকেটরক্ষক রাখা হয়নি। টি ২০ স্কোয়াডে উইকেটরক্ষক হিসেবে রাহুলের সঙ্গে থাকছেন সঞ্জু স্যামসন। সীমিত ওভারের দুই দলেই নেই পন্থ। টেস্টে পন্থের সঙ্গে উইকেটরক্ষক হিসেবে থাকছেন বাংলার ঋদ্ধিমান সাহা। টি২০ দলে প্রথম সুযোগ পেলেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী। ভারতের টি ২০ স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধবন, ময়াঙ্ক অগ্রবাল, কেএল রাহুল ( সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), শ্রেয়স আয়ার, মণীশ পান্ডে. হার্দিক পান্ড্য, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহল, জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, নভদীপ সাইনি, দীপক চাহার, বরুণ চক্রবর্তী। ভারতের একদিনের স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধবন, শুভমন গিল, কেএল রাহুল (সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), শ্রেয়স আয়ার, মণীশ পান্ডে. হার্দিক পান্ডে, ময়াঙ্ক অগ্রবাল, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর। ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), ময়াঙ্ক অগ্রবাল, পৃথ্বী শ, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারী, শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি, নভদীপ সাইনি, উমেশ যাদব, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন, মহম্মদ সিরাজ। কমলেশ নাগরকোটি, কার্তিক ত্যাগী, ঈশান পোড়েল ও টি নটরাজন-এই চার অতিরিক্ত বোলারও যাবেন স্কোয়াডের সঙ্গে। বিসিসিআই-এর মেডিক্যাল টিম রোহিত শর্মা ও ইশান্ত শর্মার চোট সারিয়ে ওঠার অগ্রগতির ওপর পর্যবেক্ষণ চালিয়ে যাবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















