IND vs ENG, England Playing 11: দ্বিতীয় টেস্টের আগে সুখবর বিরাটদের, ইংল্যান্ড দলে নেই এই পেসার
দ্বিতীয় টেস্টের জন্য দলঘোষণা করল ইংল্যান্ড। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে চোটের জন্য খেলতে পারছেন না জোফ্রা আর্চার।
চেন্নাই : দ্বিতীয় টেস্টের জন্য দলঘোষণা করল ইংল্যান্ড। আর তাতে বড়সড় স্বস্তি ভারতীয় শিবিরে। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না জেমস অ্যান্ডারসন, জোফ্রা আর্চার। চোটের জন্য এমনিতেই খেলতে পারছেন না জোফ্রা আর্চার। আজ টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে অধিনায়ক জো রুট জানান, দ্বিতীয় টেস্টের জন্য নির্বাচিত ১২ জনের মধ্যে নেই জেমস অ্যান্ডারসনও। দ্বিতীয় টেস্টের দলে মোট চারটি বজল করেছে রুটবাহিনী।
এদিকে প্রথম টেস্টে খেলার সময়ই অস্বস্তি বোধ করেন জোফ্রা আর্চার। দ্বিতীয় টেস্টে তাঁর সার্ভিস যে ইংল্যান্ড পাচ্ছে না সেটা পরিষ্কারই ছিল। এবার সেই তালিকায় জুড়ল জেমস অ্যান্ডারসনের নাম। আর্চার-অ্যান্ডারসন ছাড়াও দ্বিতীয় টেস্টে জস বাটলারকে পাচ্ছে না ইংল্যান্ড। ১২ জনে নেই ডম বেসও।
চার টেস্টের সিরিজের প্রথমটি ২২৭ রানের বড় ব্যবধানে জিতেছে জো রুট বাহিনী। যে জয়ে বড় ভূমিকা রেখেছিলেন অ্যান্ডারসন। জিমি-র রিভার্স সুইংয়ের পাল্টা দিতে না পেরেই ম্যাচের শেষ দিনে অলআউট হয়ে যায় ভারতীয় ব্যাটিং বিভাগ। এরকম অবস্থায় হঠাৎ কেন দলের বাইরে অ্যান্ডারসন, জানতে চাইলে রুট বলেছেন, 'শেষ দুটো টেস্টে অ্যান্ডারসনকে তরতাজা রাখতেই ওঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। প্রথম বারো জনের দলে মোট চারটে বদল করা হয়েছে। অ্যান্ডারসন ছাড়াও আর্চার, বাটলার ও বেস দলে নেই।'
বাটলারের জায়গায় উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে দলে ঢুকছেন বেন ফোয়াকেস। দুই ফ্রন্টলাইন পেসারের বদলি হচ্ছেন স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস। পাশাপাশি ১২ জনের স্কোয়াডে ঢুকে পড়েছেন মঈন আলি।
দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের ঘোষিত ১২ জন-
জো রুট (অধিনায়ক)
মঈন আলি
স্টুয়ার্ট ব্রড
রোরি বার্নস
বেন ফোয়াকস ( উইকেট রক্ষক)
ড্যান লরেন্স
জ্যাক লিচ
ওলি পোপ
ডম সিবলি
বেন স্টোকস
ওলি স্টোন
ক্রিস ওকস
আগামিকাল থেকে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে হারলেও ক্রিকেটভক্তরা অবশ্য বিরাটবাহিনীর ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা রেখে বিপুল সংখ্যায় মাঠে আসার জন্য প্রস্তুত।
সিরিজের শেষ দুটি টেস্ট খেলা হবে আমেদাবাদে।