এক্সপ্লোর
সেঞ্চুরি করেও আফশোস কোহলির
1/7

কোহলি বলেছেন, এই ইনিংসকে তিনি অ্যাডিলেডে চার বছর আগের ১৪১ রানের ইনিংসের পরে রাখছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ওই ইনিংস খেলেছিলেন কোহলি। যদিও ওই ম্যাচে হেরে যায় ভারত। কোহলি বলেছেন, অ্যাডিলেডে ভারত তখন টেস্টের পঞ্চম দিনে ৩৬৪ রান তাড়া করছিল। এমন কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরিকেই এগিয়ে রাখছেন তিনি।
2/7

কোহলি হার্দিক পান্ড্য, উমেশ যাদব ও ইশান্ত শর্মার ব্যাট হাতে লড়াইয়ের প্রশংসা করেছেন কোহলি। তিনি বলেছেন, পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর হার্দিক দারুণ ব্যাটিং করে। এরপর উমেশ ও ইশান্তও সাহায্য করেছে। এই কারণেই ইংল্যান্ডের স্কোরের এত কাছাকাছি পৌঁছে যাওয়ার কৃতিত্ব আমি ওদেরও দিতে চাই। ওরা আমাকে প্রচুর সাহায্য করেছে, যা আমাকে আত্মবিশ্বাস যুগিয়েছে।
Published at : 03 Aug 2018 03:05 PM (IST)
View More






















