এক্সপ্লোর
Advertisement
দেখুন: দুরন্ত থ্রোতে রুটকে আউট করে ‘মাইক ড্রপ’ ভঙ্গি কোহলির
এজবাস্টন: এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে বোলারদের দাপটে সুবিধাজনক জায়গায় ভারত। ভারতীয় বোলারদের আঁটোসাঁটো বোলিং ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারকে মাথা তুলতে দেয়নি। দিনের শেষে ইংল্যান্ডের রান ৯ উইকেটে ২৮৫। ভারতের পক্ষে সবচেয়ে বেশি চার উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। মহম্মদ সামি ২ টি এবং ইশান্ত শর্মা ও উমেশ যাদব একটি করে উইকেট নিয়েছেন। বোলারদের এই দুরন্ত পারফর্ম্যান্সের মধ্যেও ভারতের অধিনায়ক বিরাট কোহলি ফিল্ডিংয়ে নজর কাড়লেন। অসাধারণ ফিল্ডিংয়ে ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে আউট করলেন তিনি।
পিছনে স্প্রিন্ট টেনে বল তাড়া করে তুলে নিয়েই একই গতিতে বল ছুঁড়ে সরাসরি থ্রোতে ভেঙে দিলেন উইকেট। রুট তখনও নন-স্ট্রাইকার প্রান্তের ক্রিজের অনেক বাইরে। তার পরেই কোহালি শুরু করেন উৎসব। করলেন‘মাইক ড্রপ’ ভঙ্গি। কোহলির এই উৎসবই এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।
চা-পানের বিরতির পর রুট ৮০ রানে আউট হন। তিনি বড় ইনিংস গড়ার দিকেই এগোচ্ছিলেন। কিন্তু রুট আউট হয়ে যাওয়ার পর আর প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ইংল্যান্ড ব্যাটসম্যানরা। উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে‘মাইক ড্রপ’ উৎসব করেছিলেন রুট। সিরিজের তৃতীয় তথা চূড়ান্ত ম্যাচে শতরানের পর রুট ‘মাইক ড্রপ’-এর ভঙ্গি করেছিলেন। সেই কথা ভোলেননি কোহলি। তার পাল্টা এদিন রুটকে আউট করে ওই ধরনের ভঙ্গি করলেন তিনি।@root66 Don't you dare do that mic drop celebration again when @imVkohli 's around . pic.twitter.com/FqdQ1XC1Ok
— Aashish kokil (@aashishkokil007) August 1, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement