এক্সপ্লোর
Advertisement
আগামীকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচ, সাম্প্রতিক রেকর্ড আত্মবিশ্বাস বাড়াচ্ছে বিরাটদের
এই সিরিজে ভারতের অন্যতম ভরসা লোকেশ রাহুল।
হ্যামিলটন: আগামীকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তার আগে সাম্প্রতিক রেকর্ড উৎসাহ জোগাচ্ছে বিরাট কোহলিদের। গত পাঁচটি টি-২০ ম্যাচে অপরাজিত ভারত। জয় টানা চারটি ম্যাচে, একটি ম্যাচ হয়নি। অন্যদিকে, নিউজিল্যান্ড গত পাঁচটি টি-২০ ম্যাচের মধ্যে তিনটিতেই হেরে গিয়েছে। একটি ম্যাচ টাই হয়েছে। জয় মাত্র একটি ম্যাচে। ফলে আগামীকালই সিরিজ দখল করার বিষয়ে আশাবাদী ভারতীয় দল।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে অবশ্য পিছিয়ে ভারত। দু’দল এখনও পর্যন্ত ১৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে নিউজিল্যান্ড জিতেছে আটটি ম্যাচে। ভারতের জয় পাঁচটি ম্যাচে। যদিও দু’দলের শেষ পাঁচটি সাক্ষাৎকারে তিনটি ম্যাচই জিতেছেন বিরাটরা। ফলে এক্ষেত্রেও মানসিকভাবে এগিয়ে থাকবেন ভারতীয় ক্রিকেটাররা। হ্যামিলটনের পিচ থেকে সাধারণত ব্যাটসম্যানরা কিছুটা সুবিধা পান। এই মাঠে বড় রান ওঠে। গত বছর ভারতের বিরুদ্ধে ৪ উইকেটে ২১২ রান করেছিল নিউজিল্যান্ড। এটাই এখনও পর্যন্ত হ্যামিলটনে সর্বোচ্চ রান। ভারতীয় ব্যাটসম্যানরা ভাল ফর্মে আছেন। ফলে আগামীকালই সিরিজের ফয়সলা হয়ে যেতে পারে।
এই সিরিজে ভারতের অন্যতম ভরসা লোকেশ রাহুল। তিনি প্রথম দু’টি ম্যাচেই অর্ধশতরান করে দলকে জিতিয়েছেন। গত ম্যাচে ৫৭ রানে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। তিনি পেসারদের পাশাপাশি স্পিনারদের বিরুদ্ধেও সফল। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংও করছেন রাহুল। ফলে ভারতীয় দলে ভারসাম্য এসেছে। খেলার ফলে এর প্রতিফলন দেখা যাচ্ছে।
রাহুলের পাশাপাশি শ্রেয়স আয়ার, মণীশ পাণ্ডে, শিবম দুবের মতো তরুণ ক্রিকেটাররাও ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। ভারতের বোলাররাও ভাল ফর্মে আছেন। জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, রবীন্দ্র জাডেজার মতো অভিজ্ঞ বোলারদের পাশাপাশি শার্দুল ঠাকুরও ভাল খেলছেন। প্রথম ম্যাচে বড় রান করতে সক্ষম হলেও, গত ম্যাচে অল্প রানেই থেমে যায় নিউজিল্যান্ড। ফলে আগামীকালও আত্মবিশ্বাসী হয়ে খেলতে নামবে ভারতের বোলিং ব্রিগেড। শামিরা গত ম্যাচের পারফরম্যান্স ধরে রাখতে পারলে ভারতের জয় পাওয়া কঠিন হবে না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement